সেরেনার সাতশোয় সাবাসি
টেনিস রানির আরও এক মাইলফলক। পেশাদার টেনিস কেরিয়ারে ৭০০টা ম্যাচ জেতা হয়ে গেল মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সাবিনা লিসিস্কিকে ৭-৬, ১-৬, ৬-৩ হারিয়ে নিজের কেরিয়ারে এক অনন্য মাইলফলক গড়লেন। অবশ্য ৭০০ তম জয়ের পরেও একটু আত্মতুষ্ট নন সেরেনা।
ওয়েব ডেস্ক: টেনিস রানির আরও এক মাইলফলক। পেশাদার টেনিস কেরিয়ারে ৭০০টা ম্যাচ জেতা হয়ে গেল মার্কিন টেনিস তারকা সেরেনা উইলিয়ামসের। মিয়ামি ওপেনের কোয়ার্টার ফাইনালে জার্মানির সাবিনা লিসিস্কিকে ৭-৬, ১-৬, ৬-৩ হারিয়ে নিজের কেরিয়ারে এক অনন্য মাইলফলক গড়লেন। অবশ্য ৭০০ তম জয়ের পরেও একটু আত্মতুষ্ট নন সেরেনা।
সিঙ্গলসে ১৯টি গ্র্যান্ডস্লাম জয়ের মালকিন বলছেন, এখনও অনেক ম্যাচ জিততে চান। তবে কটা জয়ের লক্ষ্যে তিনি খেলছেন এর জবাবে সেরেনা বলেন, ''অবশ্যই এখন শুধু পরের ম্যাচটা, মানে সেমিফাইনালে সিমোনা হালেপকে হারানো।''
চলতি বছর ইতিমধ্যেই অস্ট্রেলিয়ান ওপেন জিতে ফেলেছেন। এবার বছরের বাকি তিনটি গ্র্যান্ডস্লামেও কব্জা জমাতে চান ৩৩ বছরের এই টেনিস তারকা খেলোয়াড়।