জীবনের ২৩ নম্বর গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতে ইতিহাস গড়লেন সেরেনা

ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জিতে স্টেফি গ্রাফকে ছাপিয়ে গেলেন এই মার্কিন টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সেরেনা।

Updated By: Jan 28, 2017, 05:11 PM IST
জীবনের ২৩ নম্বর গ্র্যান্ডস্ল্যাম খেতাব জিতে ইতিহাস গড়লেন সেরেনা

ওয়েব ডেস্ক : ইতিহাস গড়লেন সেরেনা উইলিয়ামস। কেরিয়ারের ২৩ নম্বর গ্র্যান্ডস্ল্যাম জিতে স্টেফি গ্রাফকে ছাপিয়ে গেলেন এই মার্কিন টেনিস তারকা। অস্ট্রেলিয়ান ওপেনে বোন ভেনাস উইলিয়ামসকে হারিয়ে সপ্তমবার অস্ট্রেলিয়ান ওপেন চ্যাম্পিয়ন হলেন সেরেনা।

আরও পড়ুন- অস্ট্রেলিয়ান ওপেনে স্বপ্নের ফাইনাল, মুখোমুখি হবেন ফেডেরার এবং নাদাল

দ্বিতীয় বাছাই সেরেনা ম্যাচ জিতে নেন ৬-৪, ৬-৪ ফলে। এই জয়ের পর WTA র‍্যাঙ্কিংয়ে শীর্ষস্থানও ফিরে পেতে চলেছেন সেরেনা। সবচেয়ে বেশি গ্র্যান্ডস্ল্যাম জয়ের নিরিখে সেরেনা এখন দ্বিতীয় স্থানে রয়েছেন। তাঁর সামনে শুধু মার্গারেট কোর্ট। আজ খেলার শুরু থেকেই আধিপত্য বজায় রেখেছিলেন তিনি। বোন ভেনাসকে কার্যত দাঁড়াতেই দেননি কোর্টে। 

.