টুপি হাতে নিলেন না আম্পায়ার, ICC-র কাছে কৈফিয়ত চাইলেন Shahid Afridi
তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এমন ঘটনা এর আগে হয়নি।
নিজস্ব প্রতিবেদন- PSL 2021-এ এমন কিছু ঘটতে পারে বলে ভাবেননি তিনি। ২৩ ফেব্রুয়ারি ম্য়াচের একটি ঘটনার কথা সোশ্যাল মিডিয়ায় তুলে ধরলেন শাহিদ আফ্রিদি (Shahid Afridi)। তাঁর দীর্ঘদিনের আন্তর্জাতিক ক্রিকেট কেরিয়ারে এমন ঘটনা এর আগে হয়নি। তবে Corona-র জন্য এখন অনেক কিছুই বদলেছে। ক্রিকেট মাঠেও সেইসব বদলের ছাপ পড়েছে। আর তাই এবার নিউ নর্মাল-এর একটি ঘটনা নিয়ে প্রশ্ন তুললেন আফ্রিদি। পাকিস্তান সুপার লিগে মুলতান সুলতানস ও পেশাবর জাল্মির মধ্যে ম্যাচ চলছিল। তখনই এই ঘটনা ঘটে।
বোলিং করতে গিয়ে আফ্রিদি নিজের টুপি Umpire-কে ধরতে বলেন। কিন্তু আম্পায়ার রাজি হননি। এই ঘটনায় স্তম্ভিত হন পাক অলরাউন্ডার। এতদিন পর্যন্ত বোলারের টুপি নির্দ্বিধায় হাতে নিয়েছেন আম্পায়াররা। যদিও করোনা পরিস্থিতিতে সেই নিয়ম বদলেছে। আফ্রিদি এই ব্যাপারে ICC-র দৃষ্টি আকর্ষণ করেছেন। তিনি সোশ্যাল মিডিয়ায় লিখেছেন, ডিয়ার আইসিসি, আপনারা কি বলতে পারেন, কেন আম্পায়াররা বোলারদের টুপি হাতে নিতে রাজি হচ্ছেন না। যেখানে আম্পায়াররাও ক্রিকেটার ও ম্য়ানেজমেন্টের সদস্যদের সঙ্গে একই জৈব সুরক্ষা বলয়ে থাকছেন! আবার খেলা শেষে আম্পায়াররা তাঁদের সঙ্গে হাতও মেলাচ্ছেন!
আরও পড়ুন- বিশ্বকাপ ফাইনালে অভিষেক থেকে IPL-এ আনসোল্ড, সেই Yusuf Pathan ব্যাট-প্যাড তুলে রাখলেন
Dear @ICC wondering why the umpires are not allowed to hold bowlers cap even though they are in the same bubble as the players/management and even shake hands at the end of the game?
— Shahid Afridi (@SAfridiOfficial) February 24, 2021
আফ্রিদির ওই Tweet ভাইরাল হয়েছে। প্রসঙ্গত, PSL-এর ওই ম্য়াচে পেশাবর জাল্মি পাঁচ উইকেটে মুলতান সুলতানসকে হারিয়েছে।