খবরের কাগজ বিক্রেতাকে ক্রিকেটার বানানোর উদ্যোগ শরদিন্দু মুখার্জির
খবরের কাগজ বিক্রেতা সোনুকে ক্রিকেটার বানানোর উদ্যোগ শরদিন্দু মুখার্জির। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এসে উত্সাহ দিয়ে গেছেন সোনুকে।
ওয়েব ডেস্ক: খবরের কাগজ বিক্রেতা সোনুকে ক্রিকেটার বানানোর উদ্যোগ শরদিন্দু মুখার্জির। ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এসে উত্সাহ দিয়ে গেছেন সোনুকে।
বাবা ট্যাক্সিচালক। আর নিজে সকালে বাড়ি বাড়ি খবরের কাগজ দিয়ে পরিবারকে সাহায্য করে। পনেরো বছরের সোনু কিন্তু ছোট্ট থেকেই ভালোবাসে ক্রিকেট খেলতে। বাধা হয়ে দাঁড়ায় অর্থ। বাবা জানিয়ে দিয়েছেন তিনি ক্রিকেট শেখাতে পারবেন না। ঠিক এই সময় তার পাশে দাঁড়ান প্রাক্তন ক্রিকেটার শরদিন্দু মুখার্জি। খেলার জুতো থেকে শুরু করে ব্যাট, কিটস দিয়ে সাহায্য করেন সোনু শাকে। এখানেই শেষ নয়। বিনা পয়সায় নিজের অ্যাকাডেমিতে ক্রিকেটের তালিমও দিচ্ছেন।
আরও পড়ুন- ভল্ট দিয়ে অলিম্পিকের ইতিহাসে বাঙালি জিমন্যাস্ট দীপা কর্মকার
এরই মধ্যে ভারতের প্রাক্তন অধিনায়ক সৌরভ গাঙ্গুলি এসে উত্সাহ দিয়ে গেছেন সোনুকে। সোনুও উত্সাহিত হয়ে সৌরভের মতন ব্যাটসম্যান হতে চান। অস্ট্রেলিয়াতে লেম্যান অ্যাকাডেমিতেও সোনুকে পাঠানো যায় কি না তা নিয়েও ভাবনা চিন্তা করছেন তার কোচ শরদিন্দু মুখার্জি।