Sheldon Jackson-কে 'বিদেশি প্লেয়ার' বলেছিলেন সাংবাদিক! জবাবে Google Map রিটুইট করলেন এই নাইট
শেলডন জ্য়াকসন (Sheldon Jackson) নিজের কৃতিত্ব লিখেই রিটুইট করলেন!
নিজস্ব প্রতিবেদন: কলকাতা নাইট রাইডার্সের ক্রিকেটার (Kolkata Knight Riders, KKR) শেলডন জ্য়াকসনকে (Sheldon Jackson) ভুলবশত 'বিদেশি ক্রিকেটার' বলেছিলেন এক সাংবাদিক! যার জবাবে ৬০ লক্ষ টাকার সৌরাষ্ট্রের উইকেটকিপার-ব্যাটার গুগল ম্যাপ (Google Map) রিটুইট করে সাংবাদিকের মুখ বন্ধ করালেন!
জ্যাকসন নিজের পরিচয় বৃত্তান্ত ও ক্রিকেটীয় কেরিয়ার তুলে ধরে ওই টুইটে লেখেন, "সৌরাষ্ট্রে জন্মানো (রঞ্জিতসিনজি, জন্মস্থান) ক্রিকেটার হিসাবে সর্বোচ্চ রঞ্জি সেঞ্চুরি (২১টি) চেতেশ্বর পূজারার, ১৭টি রয়েছে শেলডন জ্যাকসনের। একমাত্র পূজারা বেশি সেঞ্চুরি করেছেন শেলডনের থেকে।"
(@ShelJackson27) March 23, 2022
(@rawatrahul9) March 23, 2022
যদিও সেই সাংবাদিক টুইট করে পুরো ঘটনাটির ব্যাখ্য়া করেন। তিনি লেখেন, "আমি পুরো শো-তে একবারও বলিনি যে, শেলডন জ্যাকসন বিদেশি প্লেয়ার। আমার দুর্ভাগ্য যে, আমি বুঝতে পারিনি কখন তাকে বিদেশি ক্রিকেটার হিসাবে ডাকা হয়েছিল। এখানে পুরো শো-টি রয়েছে। দয়া করে সকলে দেখে নেবেন। ভারতীয় ক্রিকেটে শেলডনের কৃতিত্বের ব্যাপারে আমি যথেষ্ট ওয়াকিবহাল।"
শনিবার অর্থাৎ আজ সন্ধ্যায় পনেরোতম আইপিএলের ( IPL 2022) যবনিকা উঠেছে মুম্বইয়ের ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium Mumbai)। আইপিএল ফিফটিনের উদ্বোধনী ম্যাচে মুখোমুখি গতবারের চ্যাম্পিয়ন চেন্নাই সুপার কিংস ও রানার্স কলকাতা নাইট রাইডার্স (CSK vs KKR, IPL 2022)। এই ম্যাচে খেলছেন জ্যাকসন। তিনি বরুণ চক্রবর্তীর বলে রবিন উথাপ্পাকে অসাধারণ স্টাম্পআউট করেন। যা নিয়ে চর্চা চলছে।
আরও পড়ুন: IPL 2022: প্রথম জয়ী অধিনায়ক প্রিয় ওয়ার্নিকে স্মরণ করল BCCI
আরও পড়ুন: Shoaib Akhtar: অস্ট্রেলিয়ার কাছে সিরিজ খোয়ানোয় পাকিস্তানকে তোপ আখতারের!