পাকিস্তানকে সাহায্য করবেন সৌরভ গাঙ্গুলি, আশায় বুক বাঁধছেন আখতার
শোয়েব আখতার মনে করেন, সৌরভ গাঙ্গুলির হাত ধরেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ফের অটুট হবে।
নিজস্ব প্রতিবেদন : আশায় বুক বাঁধছেন পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা। সৌরভ গাঙ্গুলি বিসিসিআই প্রেসিডেন্ট হিসাবে দায়িত্ব গ্রহণ করেছেন। আর তার পর থেকেই পাকিস্তানের প্রাক্তন ক্রিকেটাররা দুই দেশের ক্রিকেটীয় সম্পর্কে উন্নতি হবে বলে আশা করছেন। যদিও সৌরভকে পাকিস্তানের সঙ্গে সিরিজ খেলার সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে তিনি সাফ জানিয়েছিলেন, এই ব্যাপারে তাঁর কোনও ভূমিকা নেই। ভারত-পাকিস্তান সিরিজ হবে কিনা সেটা এখন পুরোপুরি দেশের সরকারের সিদ্ধান্তের উপর নির্ভর করছে। তবে দুই দেশের বর্তমান রাজনৈতিক অবস্থা যা তাতে অদূর অতীতে দ্বিপাক্ষিক সিরিজের সম্ভাবনা নেই বললেই চলে। যদিও পাকিস্তানের প্রাক্তন পেসার শোয়েব আখতার মনে করেন, সৌরভ গাঙ্গুলির হাত ধরেই দুই দেশের মধ্যে ক্রিকেটীয় সম্পর্ক ফের অটুট হবে। বাস্তবে এমনটা আদৌ হবে কিনা তা সময় বলবে!
আরও পড়ুন- চ্যাম্পিয়নরা এত সহজে শেষ হন না, ধোনির অবসর প্রসঙ্গে বললেন সৌরভ
পাকিস্তানের প্রাক্তন ক্যাপ্টেন রশিদ লতিফ আবার মনে করছেন, সৌরভ বিসিসিআই প্রেসিডেন্ট হওয়ায় আন্তর্জাতিক ক্রিকেটও তার প্রভাব পড়বে। লতিফ মনে করেন, সৌরভ বিশ্বের অন্য ক্রিকেট বোর্ডগুলিকেও পরোক্ষভাবে সাহায্য করবেন। তবে এদিন শোয়েব আখতার সরাসরি সৌরভের কাছে সাহায্যের আহ্বান জানালেন। শোয়েব আখতার বললেন, এবার ভারতীয় ক্রিকেট বোর্ডে দাদা এসে গিয়েছে। আমি নিশ্চিত দাদার উপস্থিতি আন্তর্জাতিক ক্রিকেটের বিভিন্ন ক্ষেত্রে প্রভাব ফেলবে। দাদা একজন বাঙালি। আমি নিশ্চিত দাদা যে কোনও পরিস্থিতিতে নিজের কথা বলবে। ওকে কেউ কোনওভাবেই আটকাতে পারবে না। এদিন রোহিত শর্মার ব্যাপারেও প্রশংসা শোনা গেল শোয়েব আখতারের মুখে। বললেন, আরও পাঁচ বছর আগে থেকে রোহিত টেস্ট খেললে আজ ওর কেরিয়ারের গ্রাফ অন্যরকম হত। প্রতি বছর অন্তত হাজার রান করার ক্ষমতা রাখে ও। ওকে দেরিতে সুযোগ দেওয়া হয়েছে। তবে এবার ও নিজের রাস্তা নিজেই তৈরি করে নেবে। ওকে কেউ আটকাতে পারবে না।