SL vs PAK, Asia Cup 2022: বাবর আজমদের হারিয়ে ফাইনালের মহড়া সেরে নিল শ্রীলঙ্কা
SL vs PAK, Asia Cup 2022: পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। কিছুটা পরে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা।
জি২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: গ্রুপ পর্বের প্রথম ম্যাচেই আফগানিস্তানের (Afganistan) কাছে হেরে গিয়েছিল দলটা। শ্রীলঙ্কার ( Sri Lanka) আর্থ সামাজিক অবস্থা মোটেও ভাল নয়। সাধারণ মানুষরা প্রাপ্য ও ন্যায্য অধিকারের দাবিতে জেরবার। রাষ্ট্র প্রধানের বিরুদ্ধে বিদ্রোহ ও প্রতিবাদের আঁচ ছড়িয়ে পড়েছে দ্বীপপুঞ্জের দেশে। আর সেই কারণে সরে গিয়েছিল এশিয়া কাপের (Asia Cup 2022) আসর। আর ক্রিকেট দেবতার আশীর্বাদে সেই শ্রীলঙ্কা সুপার ফোরে একটিও ম্যাচ না হেরে চলে গেল মেগা ফাইনালে। ১১ সেপ্টেম্বর মেগা ফাইনালে শ্রীলঙ্কার সামনে পাকিস্তান (Pakistan)। এর আগে শুক্রবার সুপার ফোরের শেষ ম্যাচে ৫ উইকেটে বাবর আজমের (Babar Azam) দলকে হারিয়ে মহড়া সেরে নিল দাসুন শনাকার (Dasun Shanaka) দল।
পাকিস্তান প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে গিয়েছিল। জবাবে ব্যাট করতে নেমে শুরুতেই সমস্যায় পড়ে গিয়েছিল শ্রীলঙ্কা। মাত্র ২ রানে ২ উইকেট হারিয়ে বসেছিল তারা। কিছুটা পরে ২৯ রানে ৩ উইকেট হারায় শ্রীলঙ্কা। সেখান থেকে ম্যাচ ধরে নিজেদের দখলে নিয়ে আসেন পাথুম নিশাঙ্কা (Pathum Nissanka)। ৪৮ বলে ৫৫ রান করে পাকিস্তান শিবিরে পাল্টা চাপ ফিরিয়ে দেন তিনি। শেষ দিকে ভানুকা রাজাপক্ষে (Bhanuka Rajapaksa) ১৯ বলে ২৪ ও অধিনায়ক দাসুন শনাকা ১৬ বলে ২১ রানের ঝোড়ো ইনিংস খেলে যান। ১৮ বল বাকি থাকতেই ম্যাচ জিতে যায় শ্রীলঙ্কা।
আরও পড়ুন: Virat Kohli, IND vs PAK : কোহলির সই করা ব্যাট দিয়ে কী করবেন পাক সমর্থক? দেখুন ভিডিয়ো
আরও পড়ুন: Ravindra Jadeja : 'স্যর জাদেজা'-র উপর কেন চটেছে বিসিসিআই? জানতে পড়ুন
এশিয়া কাপে সুপার ফোরের ম্যাচে পাকিস্তানের বিরুদ্ধে দাপট দেখান শ্রীলঙ্কার বোলাররা। প্রথমে ব্যাট করে মাত্র ১২১ রানে অল আউট হয়ে যায় পাকিস্তান। জয়ের জন্য ১২২ রানের লক্ষ্য তাড়া করতে হতো শ্রীলঙ্কাকে। বল হাতে ওয়ানিন্দু হাসারাঙ্গা (Wanindu Hasaranga de Silva)। ২১ রানে তিন উইকেট নেওয়ার পাশাপাশি যিনি ফিল্ডিংয়েও ছিলেন দুরন্ত ছন্দে। বাবর আজম ২৯ বলে ৩০ রান করেন। ১৮ বলে ২৬ রান মহম্মদ নওয়াজের। শ্রীলঙ্কার বোলিংয়ের সামনে আর কোনও পাক ব্যাটার বলার মতো রান পাননি। ৫ বল বাকি থাকতে, ১৯.১ ওভারেই অল আউট হয়ে যায় পাকিস্তান। ফাইনালের আগে একে অপরকে দেখে নিতে চেয়েছিল দুই দলই। শেষ পর্যন্ত জন্মদিনে জয়ের সুখস্মৃতি নিয়ে মাঠ ছাড়লেন শনাকা।