ক্লাব ক্রিকেটে ফিরছেন স্মিথ-ওয়ার্নার
দ্যা নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন দুই ক্রিকেটারকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। স্মিথকে সাদারল্যান্ড এবং ওয়ার্নারের ক্লাব র্যান্ডউইক-পিটারশ্যাম তাঁদেরকে খেলানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে।
নিজস্ব প্রতিবেদন : কেপ টাউন টেস্টে বল বিকৃতি-কান্ডে অভিযুক্ত অজি ক্রিকেটার স্টিভ স্মিথ এবং ডেভিড ওয়ার্নারকে আপাতত ক্লাব ক্রিকেটে ফেরার ছাড়পত্র দেওয়া হল। তবে কি স্মিথ-ওয়ার্নারদের প্রতি ক্রমশ নরম হচ্ছে ক্রিকেট অস্ট্রেলিয়া?
Former Australia captain and vice-captain Steve Smith and David Warner have been cleared to play grade cricket for their respective sides in Sydney. https://t.co/PiQkaToIkB pic.twitter.com/XnJMGiEjcx
— ICC (@ICC) May 10, 2018
আইসিসি'র এক প্রেস বিজ্ঞপ্তিতে জানা গেছে প্রাক্তন অজি অধিনায়ক স্টিভ স্মিথ এবং সহ-অধিনায়ক ডেভিড ওয়ার্নারকে ক্লাব ক্রিকেটে খেলার ছাড়পত্র দেওয়া হল। ক্রিকেট অস্ট্রেলিয়াও এব্যাপারে টুইট করেছে।
Smith and Warner cleared to play Premier Cricket with Bancroft's fate set to be determined next week, writes @LouisDBCameron https://t.co/mkS0wR7AaA
— cricket.com.au (@CricketAus) May 10, 2018
দ্যা নিউ সাউথ ওয়েলস ক্রিকেট অ্যাসোসিয়েশন দুই ক্রিকেটারকে খেলার ব্যাপারে সবুজ সংকেত দিয়েছে। স্মিথকে সাদারল্যান্ড এবং ওয়ার্নারের ক্লাব র্যান্ডউইক-পিটারশ্যাম তাঁদেরকে খেলানোর ব্যাপারে আগ্রহ প্রকাশ করেছে। তবে বল বিকৃতি কাণ্ডে নির্বাসিত আর এক ক্রিকেটার ক্যামেরন ব্যানক্রাফ্টের খেলার বিষয়টি এখনও ঝুলে রয়েছে। ব্যানক্রফ্টকে খেলতে হলে দ্যা ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ান ডিস্ট্রিক্ট ক্রিকেট কাউন্সিলের ছাড়পত্র পেতে হবে। সোমবারের বৈঠকে ব্যানক্রফ্টের ক্লাব ক্রিকেটে ফেরার বিষয়টি চূড়ান্ত হতে পারে। যদিও ওয়েস্টার্ন অস্ট্রেলিয়ার প্রকাশিত চুক্তি তালিকায় ক্যামেরনের নাম রয়েছে।
Western Australia have revealed their contract list for the 2018-19 season. https://t.co/5MvckBl10l
— cricket.com.au (@CricketAus) May 11, 2018
বিশেষজ্ঞ মহলের একাংশের ধারণা, নতুন কোচ জাস্টিন ল্যাঙ্গারই স্মিথ-ওয়ার্নারদের ধীরে ধীরে ক্রিকেটে ফেরানোর প্রক্রিয়া শুরু করেছেন।
আরও পড়ুন- জুনিয়র ক্রিকেটারদের 'পুষ্টিকর পাঠ' সৌরভের