প্রথমবার কলকাতায় বসে বড়ম্যাচ দেখবেন সোনির দিদি আর ভাই

Updated By: Apr 8, 2017, 11:59 PM IST
প্রথমবার কলকাতায় বসে বড়ম্যাচ দেখবেন সোনির দিদি আর ভাই

সোনি-ওয়েডসন দ্বৈরথ এবারের ডার্বির সবচেয়ে বড় ইউএসপি। দুই হাইতিয়ান বন্ধুর ডুয়েল দেখতে মাঠ ভরাবেন সমর্থকরা। ডার্বিতে এখনও গোল নেই। এবার ডার্বিতে গোল করে সেই আক্ষেপ মেটাতে মরিয়া সোনি। অন্যদিকে বন্ধু সোনিকে এক ইঞ্চিও জমি ছাড়তে নারাজ ওয়েডসন। সোনিকে ছাপিয়ে রবিবারের ডার্বিতে নজর কাড়তে চান তিনি।

শিলিগুড়ি সবসময়ই খালি হাতে ফিরিয়েছে সোনি নর্ডিকে। ডার্বিতে এখনও গোল নেই। শুধু তাই নয় প্রায় প্রতিটা ডার্বিতেই ম্লান দেখিয়েছে ভারতীয় ফুটবলের অন্যতম সেরা বিদেশিকে। বর্তমানে  সময়টা ভাল যাচ্ছে হাইতিয়ান তারকার। মাঠে গোল করছেন,আবার করাচ্ছেন। যদিও আই লিগে সোনি দশ ম্যাচ খেলে করেছেন মাত্র একটি গোল।

ওয়েব ডেস্ক : প্রথমবার কলকাতায় বসে বড়ম্যাচ দেখবেন সোনির দিদি আর ভাই। বড়ম্যাচের আগে ছেলে কিমও শুভেচ্ছা পাঠিয়েছেন সোনিকে। শুধু তাই নয় ডু অর ডাই ডার্বিতে মোহনবাগান জনতা তাকিয়ে আছে হাইতিয়ান ম্যাজিশিয়ানের দিকে।

বন্ধু সোনির মঞ্চে নায়ক হওয়ার সুযোগ ওয়েডসনের সামনে। চোট কাটিয়ে দলে ফিরছেন ইস্টবেঙ্গল মাঝমাঠের ভরসা। মাঠের বাইরে বন্ধু হলেও সোনিকে এক ইঞ্চিও জমি ছাড়তে চান না  তিনি। আই লিগে সোনির থেকে একটি ম্যাচ বেশি খেলে  ছয় গোল করেছেন ওয়েডসন।

তাই সোনি-ওয়েডসন দ্বৈরথ এবারের ডার্বির সবচেয়ে বড় ইউএসপি। দুই হাইতিয়ান বন্ধুর মতই ডার্বি ডুয়েলে নজর থাকবে দুই দলের দুই গোলমেশিন ডাফি আর প্লাজার দিকে। দুই দলের দুই স্ট্রাইকার ডাফি আর প্লাজার নামের পাশে  বারো  ম্যাচে সাত গোল।
আই লিগে ডাফির সাতটি গোলই  রবীন্দ্র সরোবরে । গতবার প্লাজার গোল মিসে বড়ম্যাচে জিততে পারেনি লাল-হলুদ।  

প্লাজা এবার তাই গোল করে দলকে জেতাতে মরিয়া । একইসঙ্গে  সরোবরের বাইরে গোল না করার গাঁটটা কাঞ্চনজঙ্ঘাতেই ভাঙতে চান বাগানের স্কটিশ স্ট্রাইকার। বড়ম্যাচ সবসময়ই নতুন নায়কের জন্ম দেয়। গতবার যেমন দুরন্ত খেলেছিলেন বাগানের তরুণ সাইডব্যাক শুভাশিস। কে বলতে পারে তারকাদের মঞ্চে হয়ত রবিবার  জন্ম নেবে আরেক নতুন তারকা।

.