প্রাণবায়ু নিয়ে ফের ময়দানে Sourav Ganguly, দিলেন সরকারি হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর

ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায়।

Updated By: May 15, 2021, 05:23 PM IST
প্রাণবায়ু নিয়ে ফের ময়দানে Sourav Ganguly, দিলেন সরকারি হাসপাতালে অক্সিজেন কনসেনট্রেটর

নিজস্ব প্রতিবেদন: করোনার (COVID-19) দ্বিতীয় ঢেউয়ে বিধ্বস্ত ভারত। দেশ জুড়ে অক্সিজেনের জন্য হাহাকার। প্রাণবায়ুর অভাবে চারদিকে মৃত্যুমিছিল! এই কঠিন পরিস্থিতিতে ফের একবার সাহায্যের হাত বাড়িয়ে দিলেন সৌরভ গঙ্গোপাধ্যায় (Sourav Ganguly)। তাঁর ফাউন্ডেশনের (Sourav Ganguly Foundation) পক্ষ থেকে বেহালার বিদ্যাসাগর স্টেট জেনারেল হাসপাতালে ২টি অক্সিজেন কনসেনট্রেটর পাঠানো হয়েছিল।

বিসিসিআই প্রধানের ফাউন্ডেশন জানিয়েছে যে, আরও ৫০টি অক্সিজেন কনসেনট্রেটর তারা অনান্য জায়গায় পাঠাতে প্রস্তুত আছে। কিছুদিন আগে সৌরভ শহরের একটি স্বেচ্ছাসেবি গোষ্ঠীকেও বেশ কয়েকটি অক্সিজেন কনসেনট্রেটর দিয়ে সাহায্য করেছিলেন। অন্যদিকে গুরুগ্রাম পুলিশের হাতে বেশ কিছু অক্সিজেন কনসেনট্রেটর তুলে দিয়েছেন শিখর ধাওয়ান (Shikhar Dhawan)। তিনি টুইট করে এই বার্তা দিয়েছেন।

আরও পড়ুন: IPL 2021 শুরুর আগে ক্রিকেটারদের COVID-19 প্রতিষেধক নেওয়ায় ছিল তীব্র অনীহা!

মানুষের সেবায় দেশের বহু প্রাক্তন থেকে বর্তমান ক্রিকেটার ব্রতী হয়েছেন। কিংবদন্তি সচিন তেন্ডুলকরও অক্সিজেন কনসেনট্রেটর কেনার জন্য ‘মিশন অক্সিজেন’ প্রকল্পে ১ কোটি টাকা দান করেছেন। সকলে মিলেই চেষ্টা করছেন এই অবস্থা থেকে দেশকে টেনে তোলার।

.