ওয়েলিংটনে বিরাট হার কোহলিদের, শততম টেস্ট জয় কিউইদের

চতুর্থ দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারাল ভারত।

Updated By: Feb 24, 2020, 09:14 AM IST
ওয়েলিংটনে বিরাট হার কোহলিদের, শততম টেস্ট জয় কিউইদের

নিজস্ব প্রতিবেদন: নিউজিল্যান্ডে ভারতীয় দলের ভরাডুবি। আইসিসি ওয়ার্ল্ড টেস্ট চ্যাম্পিয়নশিপে প্রথম হার আইসিসি-র এক নম্বর টেস্ট দলের। প্রথম ইনিংসে ইঙ্গিত মিলেছিল, দ্বিতীয় ইনিংসেও ভারতীয় ব্যাটিংয়ের সেই একই চিত্র। চতুর্থ দিনের শুরুতেই দ্বিতীয় ইনিংসে মাত্র ৪৭ রানের মধ্যে শেষ ছয় উইকেট হারাল ভারত। ১০ উইকেটে ম্যাচ জিতে নিল নিউজিল্যান্ড টেস্ট ক্রিকেটের ইতিহাসে নিজেদের শততম টেস্ট জিতে নিল ব্ল্যাক ক্যাপসরা।

আরও পড়ুন: শেষবারের মতো বাংলাদেশের অধিনায়ক হয়ে নামবেন মাশরাফি, দলে ব্যাপক পরিবর্তন

রবিবার যে কাজটা শুরু করেছিলেন বোল্ট, সোমবার সকালে সেই কাজটাই করলেন টিম সাউদি। প্রথম ইনিংসে ৪ উইকেট নেয়ার পর দ্বিতীয় ইনিংসে নিলেন ৫ টি উইকেট। ১৪৪ রানে ৪ উইকেট নিয়ে খেলতে নেমে সোমবার সকালেই ফিরলেন রাহানে- বিহারী- পন্থ রা। ১৯১ রানে শেষ ভারতের দ্বিতীয় ইনিংস। 

ভারত প্রথম ইনিংসে করেছিল ১৬৫ রান। জবাবে নিউজিল্যান্ড প্রথম ইনিংসে করে ৩৪৮। ভারতের দ্বিতীয় ইনিংস শেষ ১৯১ রানে। এরপর কোন উইকেট না হারিয়ে দ্বিতীয় ইনিংসে জয়ের জন্য প্রয়োজনীয় ৯ রান তুলে ফেলে কিউইরা। রস টেলরের শততম টেস্টে জয় পেল নিউজিল্যান্ড। সেই সঙ্গে টেস্ট ইতিহাসে নিজেদের শততম টেস্ট জয় ব্ল্যাক ক্যাপসদের তাও আবার আইসিসির এক নম্বর দলকে হারিয়ে।

.