আমির ও আসিফকে নো বল করতে বলেছিলাম: বাট
২০১০ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কথা নিজে মুখে স্বীকার করলেন সলমন বাট।
ওয়েব ডেস্ক: ২০১০ ইংল্যান্ডের বিরুদ্ধে লর্ডস টেস্টে স্পট ফিক্সিংয়ের কথা নিজে মুখে স্বীকার করলেন সলমন বাট।
পাক বোর্ড সূত্রের খবর পিসিবি প্রধান শাহরিয়ার খানের সঙ্গে বৈঠকের সময় একথা স্বীকার করেছেন বাট। পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক স্বীকার করে নিয়েছেন তিনি ২০১০ সালে ইংল্যান্ডের বিরুদ্ধে
লর্ডস টেস্টে আমির ও আসিফকে নো বল করতে বলেছিলেন। স্পট ফিক্সিংয়ের সঙ্গে তিনি প্রত্যক্ষভাবে জড়িত ছিলেন, একথাও স্বীকার করেছেন বাট।
স্পট ফিক্সিং কান্ডের তদন্তের সময় আইসিসিকে কোনও সহযোগিতা করেননি সলমন বাট। যার ফলে বাটের ক্ষেত্রে কোনওরকম নরম মানসিকতা দেখায়নি আইসিসি। এদিকে মহম্মদ আমিরকে তার
নির্বাসন শেষ হওয়ার আগেই আইসিসি ঘরোয়া ক্রিকেটে খেলার অনুমতি দিয়েছে।
এই অবস্থায় দোষ স্বীকার করে পাক বোর্ডের হাত ধরে ক্রিকেটের মূল স্রোতে ফিরতে চাইছেন পাকিস্তানের প্রাক্তন অধিনায়ক। পরিস্থিতি বিবেচনা করে পিসিবি আইসিসির কাছে সলমন বাটের
বিষয়ে আবেদন করতে পারে বলেও জানা গেছে।