ফ্রান্স-জার্মানি ম্যাচের এই পরিসংখ্যানগুলো জেনে রাখুন

মার্সেইয়ের মাটিতে বৃহস্পতিবার রাতে মহারণ। ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও আয়োজক দেশ ফ্রান্স। জার্মানির প্রেসিং ফুটবল বনাম ফ্রান্সের হাইপ্রোফাইল ফরওয়ার্ড লাইনের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। ১৯৫৮ সালের পর থেকে মেগা টুর্নামেন্টে জার্মানিকে হারতে পারেনি প্লাতিনির দেশ। দুঃস্বপ্নের ট্র্যাক রেকর্ডটা বৃহস্পতিবার রাতেই বদলাতে চায় দেশঁর দল। অন্যদিকে পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না জোয়াকিম লো ব্রিগেড। মেগা ম্যাচের আগে দুই দেশের অতীতের পরিসংখ্যানটা এক নজরে দেখে নেব।

Updated By: Jul 7, 2016, 05:21 PM IST
ফ্রান্স-জার্মানি ম্যাচের এই পরিসংখ্যানগুলো জেনে রাখুন

ওয়েব ডেস্ক: মার্সেইয়ের মাটিতে বৃহস্পতিবার রাতে মহারণ। ইউরোর দ্বিতীয় সেমিফাইনালে মুখোমুখি বিশ্বচ্যাম্পিয়ন জার্মানি ও আয়োজক দেশ ফ্রান্স। জার্মানির প্রেসিং ফুটবল বনাম ফ্রান্সের হাইপ্রোফাইল ফরওয়ার্ড লাইনের লড়াই দেখার অপেক্ষায় ফুটবল দুনিয়া। ১৯৫৮ সালের পর থেকে মেগা টুর্নামেন্টে জার্মানিকে হারতে পারেনি প্লাতিনির দেশ। দুঃস্বপ্নের ট্র্যাক রেকর্ডটা বৃহস্পতিবার রাতেই বদলাতে চায় দেশঁর দল। অন্যদিকে পরিসংখ্যানকে গুরুত্ব দিচ্ছে না জোয়াকিম লো ব্রিগেড। মেগা ম্যাচের আগে দুই দেশের অতীতের পরিসংখ্যানটা এক নজরে দেখে নেব।

আরও পড়ুন ইউরো কাপের সব খবর

মোট সাক্ষাত - ২৭
ফ্রান্সের জয়-১২
জার্মানির জয়-১০
ড্র-৫

চলতি ইউরোতে জার্মানির খেলায় ধারবাহিকতার অভাব। জমাট রক্ষণ নির্ভরতা দিলেও গোলের মুখ খুলতে সমস্যায় পড়েছেন মুলার, ওজিলরা। অন্যদিকে আইসল্যান্ডকে পাঁচ গোল দিয়ে সেমিতে ফ্রান্স। এক নজরে চলতি ইউরোয় দুই দেশের ফর্মটা দেখে নেব।

জার্মানি গোল করেছে ৬টি
গোল খেয়েছে ১টি
ফ্রান্স গোল করেছে ১১টি
গোল খেয়েছে ৪টি

ফ্রান্সের বিরুদ্ধে চেনা ৪-৪-২ ছকে ফিরতে পারে জার্মানি। নির্বাসিত থাকায় খেলতে পারবেন না হামেলস। তবে সোয়াইনস্টাইগার পুরো ফিট হয়ে যাওয়ায় স্বস্তিতে লো। ফরওয়ার্ডে মুলারের সঙ্গী হতে পারেন ম্যারিও গোটজে। প্রথম একাদশে যখন পরিবর্তন করতে বাধ্য হচ্ছেন লো, তখন অনেক বেশি নিশ্চিন্ত দেশঁ। দলে নেই কোনও চোট সমস্যা। নির্বাসন কাটিয়ে সেমিতে দলে ফিরছেন আদিল রামি ও কান্তে। পোগবা, মাতাউদি মাঝমাঠে স্বস্তি দিচ্ছে ফরাসি ব্রিগেডকে। পায়েত,গ্রেইজম্যানস ও জিরুর্ডের গোলের খিদে এই ফ্রান্সের সবচেয়ে বড় অস্ত্র। জার্মানিকে চাপে ফেলতে শুরু থেকে অ্যাটাকিং ফুটবল খেলতে চাইছেন দেশঁ। বিরাশি সালের বিশ্বকাপে সেই স্মৃতি এখনও দগদগে ফরাসি শিবিরে। রক্তাক্ত অবস্থায় মাঠে ছেড়েছিলেন ফ্রান্সের ফুটবলার ব্যাটিসটন। ম্যাচ হেরেছিল জিদানের দেশ। বৃহস্পতিবার নিজেদের ডেরায় জার্মানদের নিজেদের শক্তিটা বুঝিয়ে দিতে চাইছেন পায়েত,পোগবারা। মেগা টুর্নামেন্টে অনেকদিন পর ফর্মের বিচারে তাই কিছুটা চাপে জার্মানি।

 

.