ভারতকে হারানোর জন্য অজি অধিনায়ক স্মিথের টনিক কী ছিল জানুন

অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই আশা করতে শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্য তাঁদের এই আশাকে আরও বাড়িয়ে দিয়েছিল বইকি। কিন্তু স্টিভ ওকিফের স্পিনের দাপটে মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ করে দিল অজিরা। হারালো ৩৩৩ রানে! এরপর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো করে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ যা বলছেন, তাতে ভারতীয়দের একটু রাগ তো হবেই। স্মিথ বলেছেন, 'আসলে পিচ কেমন হবে, সেটা আমাদের হাতে ছিল না। আয়োজক দেশ তার পছন্দ মতো পিচ বানায়। ভারতীয়রা যে পিচ পুনেতে বানিয়েছে, তাতে আমাদের অসুবিধাই হওয়ার কথা ছিল। কিন্তু ওদের পছন্দের পিচে আমরাই ভাল খেলে দিলাম। দেখার অপেক্ষায় রয়েছি, বেঙ্গালুরুর পিচ কেমন হয়।'

Updated By: Feb 27, 2017, 03:14 PM IST
ভারতকে হারানোর জন্য অজি অধিনায়ক স্মিথের টনিক কী ছিল জানুন

ওয়েব ডেস্ক: অস্ট্রেলিয়াকে হোয়াইট ওয়াশ করে উড়িয়ে দেওয়া হবে, এমনটাই আশা করতে শুরু করেছিলেন ভারতীয় ক্রিকেটপ্রেমীরা। প্রাক্তন ক্রিকেটারদের মন্তব্য তাঁদের এই আশাকে আরও বাড়িয়ে দিয়েছিল বইকি। কিন্তু স্টিভ ওকিফের স্পিনের দাপটে মাত্র আড়াই দিনেই ম্যাচ শেষ করে দিল অজিরা। হারালো ৩৩৩ রানে! এরপর কাটা ঘায়ে নুনের ছিটে দেওয়ার মতো করে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ যা বলছেন, তাতে ভারতীয়দের একটু রাগ তো হবেই। স্মিথ বলেছেন, 'আসলে পিচ কেমন হবে, সেটা আমাদের হাতে ছিল না। আয়োজক দেশ তার পছন্দ মতো পিচ বানায়। ভারতীয়রা যে পিচ পুনেতে বানিয়েছে, তাতে আমাদের অসুবিধাই হওয়ার কথা ছিল। কিন্তু ওদের পছন্দের পিচে আমরাই ভাল খেলে দিলাম। দেখার অপেক্ষায় রয়েছি, বেঙ্গালুরুর পিচ কেমন হয়।'

Add Zee News as a Preferred Source

আরও পড়ুন ধোনির রেকর্ডকে এগিয়ে নিয়ে যেতে ব্যর্থ হলেন বিরাট কোহলি

কী করে দলের ক্রিকেটারদের তাতালেন? যে এমন দুর্দান্ত শুরু? এর উত্তরে অজি অধিনায়ক স্টিভেন স্মিথ বলেছেন, 'ছেলেদের সঙ্গে একটা তথ্য শেয়ার করেছিলাম শুধু। বলেছিলাম, এখানে আমরা ৪৫০২ দিন ধরে টেস্ট জিতিনি। চলো এই পরিসংখ্যানটা বদলাই। এতেই টনিকের মতো কাজ হল।'

আরও পড়ুন  ও'কিফকে এক ডজন উইকেট পেতে দেখে কী বললেন হরভজন সিং?

.