শোচনীয় পরাজয়ের 'নায়ক' যুবরাজের বাড়িতে পাথর ছুঁড়ল উন্মত্ত জনতা

২০১১ বিশ্বকাপ জয় ভুলতে বেশি সময় নিলেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। গতকাল রাতে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ধোনি বাহিনীর শোচনীয় পরাজয়ের পর চন্ডীগড়ে যুবরাজ সিংয়ের বাড়িতে পাথর ছুঁড়ল কিছু উন্মত্ত ক্রিকেট ফ্যান।

Updated By: Apr 7, 2014, 02:41 PM IST

২০১১ বিশ্বকাপ জয় ভুলতে বেশি সময় নিলেন না ভারতীয় ক্রিকেট প্রেমীরা। গতকাল রাতে টি-২০ বিশ্বকাপে শ্রীলঙ্কার কাছে ধোনি বাহিনীর শোচনীয় পরাজয়ের পর চন্ডীগড়ে যুবরাজ সিংয়ের বাড়িতে পাথর ছুঁড়ল কিছু উন্মত্ত ক্রিকেট ফ্যান।

এই ঘটনার পর চন্ডীগড়ে মানিমাজরা অঞ্চলে যুবরাজের বাড়ির চারপাছে বাড়তি নিরাপত্তা ব্যবস্থা করা হয়।

টুইটার, ফেসবুক জুড়েও যুবরাজের বিরুদ্ধে সমালোচনার ঝড় উঠেছে।

রবিবার রাতে শ্রীলঙ্কা বিরুদ্ধে খেলতে নেমে যুবরাজের `স্বার্থপর` ব্যাটিং ভারতীয় দলের পরাজয়ের রাস্তা মসৃণ করে ছিল এটা বাস্তব। স্লগ ওভারে যখন রান তোলার চরম প্রয়োজনীয়তা ছিল তখন নিজের উইকেটটি আঁকড়ে ধরে যুবরাজের অবদান ২১ বলে ১১। টি-২০-এর যে কোনও মুহূর্তে এতো গুলো বল নষ্ট করা কোনও ভাবেই বোধহয় মেনে নেওয়া যায় না। তার উপর যদি সেটা বিশ্বকাপ ফাইনাল হয় তাহলে সত্যিই এই ব্যাটিং ক্ষমাহীন। যুবরাজ সিংয়ের একটার পর একটা বল নষ্ট করা আর অন্যদিকে ফর্মের চূড়ান্তে অবস্থান করা বিরাট কোহলির অসহায়ের মত সেই দৃশ্য সহ্য করার ফসল ২০ ওভারে মাত্র ১৩০ রান। ১৩ বল বাকি থাকতেই বিনা আয়াসে শ্রীলঙ্কানরা সেই রান তুলে নেন।

অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৬০ রান করা ছাড়া এবারের টি-২০ বিশ্বকাপে লাগাতার অফ ফর্মে ছিলেন যুবরাজ। ফর্মের এই বেহাল দশা থাকা সত্বেও কেন ক্যাপ্টেন ধোনি রান তোলার প্রয়োজনীয় মুহূর্তে সেই যুবির উপরই আস্থা রাখলেন প্রশ্ন উঠছে তা নিয়েও।

.