চাক দের সুরে হকিতে ইতিহাস তৈরি করল ভারতের ছোট্ট মেয়েরা

ইতিহাস তৈরি করল ভারতের মেয়েরা। রবিবার জার্মানিতে জুনিয়র বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল তারা। ইংল্যান্ডকে পেনাল্টিতে ৩-২ গোলে হারিয়ে দেশকে অনন্য সম্মান এনে দিল ভারতের ছোট্ট মেয়েরা। এর আগে ১৯৭৪-এ ফ্রান্স বিশ্বকাপে সিনিয়র বিভাগে চতুর্থ স্থানই ভারতীয় মেয়েদের সেরা পারফরমেন্স ছিল।

Updated By: Aug 5, 2013, 12:24 PM IST

ইতিহাস তৈরি করল ভারতের মেয়েরা। রবিবার জার্মানিতে জুনিয়র বিশ্বকাপ হকিতে ব্রোঞ্জ পদক ছিনিয়ে নিল তারা। ইংল্যান্ডকে পেনাল্টিতে ৩-২ গোলে হারিয়ে দেশকে অনন্য সম্মান এনে দিল ভারতের ছোট্ট মেয়েরা। এর আগে ১৯৭৪-এ ফ্রান্স বিশ্বকাপে সিনিয়র বিভাগে চতুর্থ স্থানই ভারতীয় মেয়েদের সেরা পারফরমেন্স ছিল।
রবিবারের ম্যাচে ভারতীয় দলের সেরা তারকা গোলকিপার বিগান সো। আশ্চর্য হলেও সত্যি এবারের বিশ্বকাপে এর আগে এক মিনিটের জন্যও মাঠে নামেনি বিগান। একেবারে ফাইনালে নেমেই বাজিমাৎ করল সে। ম্যাচের ৭০মিনিটের মাথায় ফলাফল যখন ১-১ তখন ভারত প্রথম গোলকিপার নিনগোমবামকে তুলে মাঠে নামায় বিগানকে। পেনল্টি শুটআউটের সময় বিপক্ষের পাঁচটা শট আটকিয়ে দেয় বিগান। তার জন্যই ভারত শেষ পর্যন্ত ৩-২গোলে জয় ছিনিয়ে নেয়।

.