Dhoni’র অবসরের এক ঘণ্টার মধ্যেই কেন আন্তর্জাতিক ক্রিকেট ছেড়েছিলেন Suresh Raina? জানালেন এতদিন পরে
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলার কথা জানান সুরেশ রায়না। ২০২০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেও পরে ব্যক্তিগত কারণে দেশ ফিরে আসেন। তাই ২০২০ সালের আইপিএলে খেলেননি তিনি।
নিজস্ব প্রতিবেদন: স্বাধীনতা দিবসের সন্ধ্যায় মহেন্দ্র সিং ধোনির (MS Dhoni) অবসর ঘোষণার এক ঘণ্টার মধ্যেই আন্তর্জাতিক ক্রিকেটকে বিদায় জানান সুরেশ রায়না (Suresh Raina)। কেন ধোনির (MS Dhoni) সঙ্গে অবসর নিয়েছিলেন তিনি? এতদিন পর খোলসা করলেন রায়না (Suresh Raina)।
একটি সর্বভারতীয় দৈনিককে সুরেশ রায়না (Suresh Raina) বলেন, " আমার মনে হয়েছিল, এটাই সঠিক সময়। আমাদের বন্ধুত্বটা একেবারে অন্য রকমের। দেশের হয়ে এবং আইপিএলে আমরা দুজনে একসঙ্গে প্রচুর ম্যাচ জিতিয়েছি। আমরা সেইভাবেই পরিকল্পনা করেছিলাম। আর মনে হয়েছিল সেটাই ভাল হবে। আর তাই করেছিলাম।"
আরও পড়ুন- ক্রাইস্টচার্চে পাক টেল এন্ডারদের গোপন আলোচনা প্রকাশ্যে, ভাইরাল কথোপকথন
দেশের হয়ে মাত্র ১৮টি টেস্ট খেলেছেন সুরেশ রায়না (Suresh Raina)। করেছেন ৭৬৮ রান। অন্যদিকে ২২৬ টি একদিনের ম্যাচে রায়নার সংগ্রহ ৫৬১৫ রান। পাঁচটি সেঞ্চুরি এবং ৩৬টি হাফ সেঞ্চুরি রয়েছে তাঁর। টিম ইন্ডিয়ার জার্সিতে ৭৮টি টি-টোয়েন্টি ম্যাচ খেলেছেন তিনি। করেছেন ১৬০৫ রান। রয়েছে একটি সেঞ্চুরি এবং পাঁচটি হাফ সেঞ্চুরি। টেস্ট, ওয়ানডে এবং টি-টোয়েন্টিতে যথাক্রমে ১৩, ৩৬ এবং ১৩টি উইকেট নিয়েছেন সুরেশ রায়না (Suresh Raina)।
আন্তর্জাতিক ক্রিকেট থেকে অবসর নিলেও আইপিএলে খেলার কথা জানান সুরেশ রায়না। ২০২০ সালে চেন্নাই সুপার কিংসের হয়ে আইপিএল খেলতে সংযুক্ত আরব আমিরশাহিতে পৌঁছলেও পরে ব্যক্তিগত কারণে দেশ ফিরে আসেন। তাই ২০২০ সালের আইপিএলে খেলেননি তিনি।
আরও পড়ুন - কেমন আছেন BCCI সভাপতি সৌরভ, ফোনে খবর নিলেন প্রধানমন্ত্রী Narendra Modi