Shubman Gill, Syed Mushtaq Ali Trophy 2022: জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েই শতরান করে ইডেন মাতালেন শুভমন

Shubman Gill, Syed Mushtaq Ali Trophy 2022: নাইটদের জার্সি গায়ে একসময় ইডেন মাতাতেন শুভমন। সেসব দিন এখন অতীত। তবে ইডেন গার্ডেন্স বরাবারই তাঁর পছন্দের মাঠ। সেই পছন্দের মাঠেই দুর্দান্ত এক শতরান হাঁকালেন গিল।

Updated By: Nov 1, 2022, 07:49 PM IST
Shubman Gill, Syed Mushtaq Ali Trophy 2022: জাতীয় টি-টোয়েন্টি দলে ডাক পেয়েই শতরান করে ইডেন মাতালেন শুভমন
পয়া ইডেনে শতরানের পর ব্যাট দেখাচ্ছেন শুভমন গিল। ছবি: বিসিসিআই

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: টি-টোয়েন্টি ফরম্যাটে তাঁর স্ট্রাইক রেট নিয়ে অনেক আলোচনা হয়। সেইজন্যই কলকাতা নাইট রাইডার্স (Kolkata Knight Riders) শুভমন গিলকে (Shubman Gill) ছেড়ে দিয়েছিল। পঞ্জাব তনয় যে এই ফরম্যাটে খেলার অন্যতম দাবিদার সেটা পঞ্চদশ আইপিএল-এ (IPL 2022) গুজরাত টাইটান্সকে (Gujarat Titans) জিতিয়ে প্রমাণ করেছিলেন। আর এবার নিউজিল্যান্ডের (New Zealand) বিরুদ্ধে আসন্ন টি-টোয়েন্টি সিরিজে ডাক পাওয়ার পরের দিনেই পঞ্জাবের (Punjab) জার্সি গায়ে চাপিয়ে বাইশ গজে ঝড় তুলে শতরান করলেন। তাঁর ব্যাটিং বিস্ফোরণের জন্যই হেরে গেল কর্নাটক (Karnataka)। 

নাইটদের জার্সি গায়ে একসময় ইডেন মাতাতেন শুভমন। সেসব দিন এখন অতীত। তবে ইডেন গার্ডেন্স বরাবারই তাঁর পছন্দের মাঠ। সেই পছন্দের মাঠেই দুর্দান্ত এক শতরান হাঁকালেন গিল। সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy 2022) কোয়ার্টার ফাইনালে কর্ণাটকের বিরুদ্ধে ৫৫ বলে ১২৬ রানের অনবদ্য ইনিংস খেললেন গিল। মারলেন ১১টি চার ও ৯টি ছক্কা। তাঁর শতরানের সুবাদে ৪ উইকেটে ২২৫ রানে তুলে দিয়েছিল পঞ্জাব। তবে তাই বলে পঞ্জাবের জয় কিন্তু সহজে আসেনি। 

আরও পড়ুন: Syed Mushtaq Ali Trophy 2022: জঘন্য বোলিং, ১৯৯ করেও কোয়ার্টার ফাইনালে হিমাচলের কাছে হেরে বিদায় নিল বাংলা

আরও পড়ুন: IND vs BAN, ICC T20 World Cup 2022: কার্তিক কি ফিট? পন্থের সুযোগ আসবে? অকপট রাহুল দ্রাবিড়

গিল ছাড়া পঞ্জাবের হয়ে এদিন আনমলপ্রীত সিং অর্ধশতরান করেন। তিনি ৫৯ রানের ইনিংস খেলেন। রান তাড়া করতে নেমে কর্নাটকের অধিনায়ক ময়ঙ্ক আগরওয়াল ব্যর্থ হলেও, দলের মিডল অর্ডার দুরন্ত লড়াই চালায়। অভিনব মনোহর সর্বাধিক ৬২ রান করেন। মনীশ পাণ্ডে (৪৫), চেতনরাও (৩৩) রান করেন। শেষের দিকে মনোজ ৯ বলে ২৫ ও কৃষ্ণাপ্পা গৌতম ১৪ বলে ৩০ রানের আক্রমণাত্মক ইনিংস খেলে কর্ণাটককে জয় এনে দেওয়ার চেষ্টা করলেও, সেটা সম্ভব হয়নি। ৬ উইকেটে ২১৬ রানেই থেমে যেতে হয় কর্ণাটককে। পঞ্জাবের হয়ে রমনদীপ সিংহ দুই উইকেট নিয়ে সফলতম বোলার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.