Syed Mushtaq Ali Trophy: দুরন্ত অলরাউন্ডার Shahbaz Ahmed, রুদ্ধশ্বাস ম্যাচে বরোদাকে হারাল বাংলা

কম রানের পুজি হাতে থাকলেও ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা-আকাশ দীপরা। 

Updated By: Nov 5, 2021, 08:53 PM IST
Syed Mushtaq Ali Trophy: দুরন্ত  অলরাউন্ডার Shahbaz Ahmed, রুদ্ধশ্বাস ম্যাচে বরোদাকে হারাল বাংলা
শাহবাজের দাপটে শীর্ষে বাংলা। ফাইল চিত্র

নিজস্ব প্রতিবেদন: রুদ্ধশ্বাস ম্যাচে কঠিন প্রতিপক্ষ বরোদাকে (Baroda) মাত্র ২ রানে হারিয়ে দিল বাংলা (Team Bengal)। অলরাউন্ড পারফরম্যান্স করে দলের জয়ে মুখ্য ভূমিকা নিলেন রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের (Royal Challengers Bangalore)অন্যতম সদস্য শাহবাজ আহমেদ (Shahbaz Ahmed)। শুক্রবার এই জয়ের পর ২ ম্যাচে ৪ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে চলে গেল সুদীপ চট্টোপাধ্যায়ের দল। বিপক্ষের অধিনায়ক ক্রুনাল পান্ডিয়া (Krunal Pandya) ৫৭ রানে অপরাজিত থাকলেও শেষ রক্ষা করতে পারেননি। 

বৃহস্পতিবার ছত্তীসগঢ়কে সাত উইকেটে হারিয়ে চলতি সৈয়দ মুস্তাক আলি ট্রফির (Syed Mushtaq Ali Trophy) অভিযান শুরু করেছিল বাংলা। এ দিন বাইশ গজে আরও বিপক্ষ থাকলেও, বঙ্গব্রিগেড খুনে মানসিকতা বজায় রেখেছিল। ফল কম রানের পুজি হাতে থাকলেও ম্যাচ জিতে হাসি মুখে মাঠ ছাড়লেন ঋদ্ধিমান সাহা-আকাশ দীপরা। 

এ দিন টসে জিতে নির্ধারিত ২০ ওভারে ৭ উইকেটে ১৪৬ রান তুলেছিল বাংলা। ওপেনার অভিষেক দাস ২৭ বলে ৩৫ রান করলেও মিডল অর্ডার ব্যর্থ হয়। সুদীপ ১৩ ও ঋদ্ধি ৭ রানে আউট হন। তবে লোয়ার অর্ডারে শাহবাজ ২৫ বলে ৩৪ ও ঋত্বিক রায় চৌধুরী ১৬ বলে ২১ রান করেন। অতীত শেঠ ৩৩ রানে ৩ উইকেট নেন। কার্তিক কাকাড়ে ২৮ রানে ২টি উইকেট নিয়েছিলেন। তবে ক্রুণাল উইকেট পাননি। 

আরও পড়ুন: WT20: দুর্বল স্কটল্যান্ডকে ওড়াতে Ravichandran Ashwin-এর সঙ্গে জুড়তে পারেন Varun Chakravarthy

জবাবে ব্যাট করতে নেমে বরোদা ২০ ওভারে ৬ উইকেটে ১৪৪ রানে আটকে যায়। বিপক্ষের দুই ওপেনারকে ফেরানোর পর বাকি সময় বল হাতে দাপট দেখান এই বাঁহাতি স্পিনার। তাঁকে যোগ্য সঙ্গত দিয়েছেন আকাশ দীপ, ঋত্বিক চট্টোপাধ্যায় ও করণ লাল। ফলে জয়ের জন্য শেষ ওভারে বরোদার দরকার ছিল ১৪ রান। তবে শেষ পর্যন্ত ২ রানে জিতে যায় বাংলা। 

গত মরসুমে সীমিত ওভারের বাংলার পারফরম্যান্স একেবারেই ভাল ছিল না। তবে এ বার জোরা ম্যাচ জিতে অরুণ লালের ছেলেদের আত্মবিশ্বাস তুঙ্গে। মরসুমের বাকি ম্যাচগুলো বাংলা কেমন ভাবে নিজেদের মেলে ধরে সেটাই দেখার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)  

.