Pakistan | T20 World Cup 2022: ভারত হারতেই বাবরদের কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল!
চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তান ভীষণ ভাবে চেয়েছিল দক্ষিণ আফ্রিকাকে হারিয়ে ভারত তাদের সুবিধা করে দিক। কিন্তু ভারত হেরে যাওয়ায় টি-২০ বিশ্বকাপে পাকিস্তান খেয়ে গেল বড় ধাক্কা!
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: পারথে টি-২০ বিশ্বকাপে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচে (IND vs SA ,T20 World Cup 2022) ভারত মুখোমুখি হয়েছিল দক্ষিণ আফ্রিকার। ব্যাক-টু-ব্যাক ম্যাচ জেতার পর প্রোটিয়াদের কাছে রোহিত শর্মা (Rohit Sharma) অ্যান্ড কোং পাঁচ উইকেটে হেরে বসল। ভারতের চিরপ্রতিদ্বন্দ্বী দেশ পাকিস্তান ভীষণ ভাবে চেয়েছিল রবিবার এই ম্যাচে ভারত জিতুক। কারণ ভারত জিতলে তাদের শেষ চারে খেলার সম্ভাবনা অনেক উজ্জ্বল হত। কিন্তু ভারতে হারতেই পাকিস্তান বড় ধাক্কা খেল। বলা যেতে পারে বাবর আজমদের (Babar Azam) বিশ্বযুদ্ধে কার্যত বিদায়ঘণ্টা বেজে গেল! সুপার টুয়েলভে পাকিস্তান পরপর দুই ম্যাচ (ভারত ও জিম্বাবোয়ে) হেরে এমনিই চাপে পড়ে গিয়েছিল। এদিন নেদারল্যান্ডসের বিরুদ্ধে জিতে খুব একটা লাভের লাভ কিছু হয়নি।
আরও পড়ুন: ICC T20 World Cup 2022, IND vs SA: 'কিলার মিলার'-মার্করামের পরাক্রমে জ্বলে গেল সূর্য কুমারের লড়াই
এই মুহূর্তে গ্রুপ টু-র টেবিল বলছে, পাকিস্তান সর্বোচ্চ পাঁচ পয়েন্ট পেতে পারে। তারা চেয়েছিল ভারত হারাক দক্ষিণ আফ্রিকাকে। যাদের দুই ম্যাচে তিন পয়েন্ট ছিল। দক্ষিণ আফ্রিকা যদি ভারতের কাছে হেরে যেত, এবং পরের ম্যাচে পাকিস্তানের কাছেও হারত তাহলে টেম্বা বাভুমার টিম সর্বোচ্চ পাঁচ পয়েন্ট পেত। অঙ্কের সমীকরণে পাকিস্তান চলে যেত শেষ চারে। পাকিস্তান শুধু ভারতের এই ম্যাচ জেতার জন্যই প্রার্থনা করেনি। তারা চেয়েছিল ভারত গ্রুপের বাকি সব ম্যাচই জিতুক। এই মুহূর্তে রামধনু দেশে তিন ম্যাচে পাঁচ পয়েন্ট নিয়ে গ্রুপে সবার ওপরে। এখনও পর্যন্ত বাভুমারা কোনও ম্যাচ হারেনি। আশা করা যাচ্ছে যে, ভারত বাকি দুই ম্যাচ জিতবে। আগামী ২ নভেম্বর ভারত খেলবে পরশি দেশ বাংলাদেশের বিরুদ্ধে। এর ঠিক চারদিন পর রোহিতদের ম্যাচ জিম্বাবোয়ের বিরুদ্ধে। এই মুহূর্তে পয়েন্ট টেবিলে ভারত দুয়ে। তিন ম্যাচে ঝুলিতে চার পয়েন্ট। শেষ দুই ম্যাচ জিতলে ভারতের সংগ্রহে আসবে আট পয়েন্ট। পাকিস্তান যদি পরের ম্যাচে দক্ষিণ আফ্রিকাকে হারিয়েও দেয়, তাহলেও নেদারল্যান্ডস ছাড়া বাকিরা পরের রাউন্ডে থ্রু করার জন্য বাবরদের থেকে এগিয়েই থাকবে।
আরও পড়ুন: Watch | Shoaib Akhtar | IND vs SA: 'ভাইরা কি খুব তাড়ায় আছ?' ভারতকে বিঁধে শোয়েবের ভিডিয়ো বোমা