Mithali Raj: ব্যাট হাতে অনন্য কৃতিত্ব মিতালির, শুভেচ্ছা জানালেন পর্দার 'মিতালি'
মিতালিকে অনন্য মাইলস্টোনের জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাপসী পান্নু
নিজস্ব প্রতিবেদন: আন্তর্জাতিক ক্রিকেটে অনন্য রেকর্ড করলেন মিতালি রাজ (Mithali Raj)। জাতীয় মহিলা দলের ক্যাপ্টেন ক্রিকেট জীবনে ২০ হাজার রান পেরিয়ে গেলেন। মঙ্গলবার মিতালির ১০৭ বলে ৬৩ রানের ইনিংসেও ভারত জিততে পারেনি। অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ৯ উইকেটে হেরেই সিরিজের শুরুতে ১-০ পিছিয়ে পড়েছে ইন্ডিয়া।
আরও পড়ুন: India Women tour of Australia: অস্ট্রেলিয়ার কাছে ৯ উইকেটে হারল মিতালির ভারত
(@taapsee) September 21, 2021
মিতালিকে অনন্য মাইলস্টোনের জন্য টুইটারে শুভেচ্ছা জানিয়েছেন তাপসী পান্নু (Taapsee Pannu)। সৃজিত মুখোপাধ্যায় (Srijit Mukherji) পরিচালিত মিতালি রাজের বায়োপিকে ('সাবাশ মিঠু') মিতালির ভূমিকায় অভিনয় করছেন তাপসী। তিনি এদিন মিতালির ছবি টুইটারে পোস্ট করে লিখলেন, "দ্য রান মেশিন।" 'সাবাশ মিঠু'তে ঝুলন গোস্বামীর ভূমিকায় অভিনয় করছেন অভিনেত্রী মুমতাজ সরকার। জোর কদমে ক্রিকেটের প্রশিক্ষণও নিচ্ছেন তিনি। তিন ম্যাচের ওয়ানডে, একটি টেস্ট (দিন-রাতের) ও তিন ম্যাচের টি-২০ সিরিজ খেলতে অস্ট্রেলিয়ায় এসেছে ইন্ডিয়া। মঙ্গলবার সিরিজের প্রথম ওয়ানডে ম্যাচেই মুখ থুবড়ে পড়েছেন মিতালিরা। আগামী শুক্রবার মিতালিরা দ্বিতীয় ওয়ানডে ম্যাচে মুখোমুখি হবেন মেগ ল্যানিংদের। দেখার সিরিজে মিতালিরা সমতায় ফিরতে পারেন কিনা!
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)