মিলেছে সরকারের সবুজ সংকেত, জুনে শুরু প্রিমিয়ার লিগ!

সরকারের প্রোটকল অনুযায়ী চলতি মরশুমে তো বটেই  আগামী মরশুমেও স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার আনন্দ এখনও  প্রশ্নের মুখে। পরবর্তী পর্যায়ে পর্যালোচনা করে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেন সরকার।

Updated By: May 12, 2020, 12:24 PM IST
মিলেছে সরকারের সবুজ সংকেত, জুনে শুরু প্রিমিয়ার লিগ!

নিজস্ব প্রতিবেদন: বুন্দেশলিগা, লা লিগার পর এবার ইংলিশ প্রিমিয়র লিগ(EPL)শুরু করার ক্ষেত্রে সবুজ সংকেত দিল ব্রিটেন সরকার। বড় কোনও অঘটন না ঘটলে আগামী পয়লা জুন শুরু হতে চলেছে বন্ধ হয়ে যাওয়া ইংলিশ প্রিমিয়র লিগ। আবার একটা সূত্র বলছে, প্রিমিয়ার লিগ শুরু হতে পারে লা লিগা যেদিন শুরু হচ্ছে অর্থাত্ ১২ জুন থেকে।

ইউরোপ জুড়ে করোনাতে যেভাবে মৃত্যু মিছিল শুরু হয়েছিল তাতে একসময়  ইপিএল শুরু হওয়া নিয়ে সন্দেহের দানা বাঁধতে শুরু করেছিল। অবশেষে সব জল্পনার অবসান ঘটিয়ে আগামী মাসে সরকারের যাবতীয় প্রোটকল মেনে ক্লোজ ডোর প্রিমিয়র লিগ শুরু করার অনুমতি দিল সরকার। সোমবার  লকডাউন পরবর্তী সময়ে দেশে বিভিন্ন সেক্টর খোলার বিষয়ে পঞ্চাশ পাতার একটি প্রোটকল সংবাদমাধ্যমের কাছে পেশ করেন ব্রিটেনের প্রধানমন্ত্রী বরিস জনসন। যার মধ্যে আগামী মাসে শুরুতে ইপিএল চালু করার বিষয়টি ছিল।

এক্ষেত্রে ম্যান ইউ কিংবা ম্যান সিটির অনুগামীদের বাড়িতে বসে ম্যাচের মজা উপভোগ করতে হবে। সরকারের প্রোটকল অনুযায়ী চলতি মরশুমে তো বটেই  আগামী মরশুমেও স্টেডিয়ামে গিয়ে ম্যাচ দেখার আনন্দ এখনও  প্রশ্নের মুখে। পরবর্তী পর্যায়ে পর্যালোচনা করে স্টেডিয়ামে দর্শক প্রবেশ নিয়ে চূড়ান্ত সিদ্ধান্ত নেবে ব্রিটেন সরকার।

যদিও সেখানে এখনও করোনার প্রভাব যথেষ্ট রয়েছে। লিগ চালু করা নিয়ে সংশয় প্রকাশ করেছেন ম্যান সিটির তারকা সের্জিও অ্যাগুয়েরো কিংবা চেলসির অ্যান্তোনিও রুডিগার। এদের সংশয় প্রকাশ করার পিছনে যথেষ্ট কারণ আছে। ব্রিটেনের তিন ফুটবলার করোনা সংক্রমণের জন্য গত তিন সপ্তাহ ধরে আইসোলেশনে আছেন। এখন দেখার বিষয় ইপিএল চালু করার ক্ষেত্রে সরকারি সিলমোহর পড়লেও  প্রিমিয়র লিগ কর্তৃপক্ষ কি সিদ্ধান্ত নেয়।

আরও পড়ুন - ধীরে ধীরে অ্যাথলিটদের অনুশীলনে ফেরাতে উদ্যোগী ক্রীড়ামন্ত্রক

.