"আমাদের জন্য, এই খেলাটি জীবন এবং মৃত্যুর বিষয়", North Macedonia-র বিরুদ্ধে খেলার আগে বললেন Ronaldo

পর্তুগাল যোগ্যতা অর্জন করলে, এই নিয়ে পঞ্চমবার রোনাল্ডো ফিফা বিশ্বকাপে অংশ নেবেন এবং ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ট্রফি জেতার সুযোগ থাকবে তার সামনে।

Updated By: Mar 29, 2022, 07:05 PM IST
"আমাদের জন্য, এই খেলাটি জীবন এবং মৃত্যুর বিষয়", North Macedonia-র বিরুদ্ধে খেলার আগে বললেন Ronaldo

নিজস্ব প্রতিবেদন: Cristiano Ronaldo-r পর্তুগাল (Portugal) বুধবার কাতার ফিফা বিশ্বকাপ ২০২২-এ (Qatar FIFA World Cup 2022) তাদের জায়গা পাকা করতে ইউরোপীয় বাছাইপর্বের ফাইনালে উত্তর মেসিডোনিয়ার (North Macedonia) মুখোমুখি হবে। এই সংঘর্ষকে পর্তুগালের জন্য ‘জীবন-মৃত্যুর’ বিষয় বলে মনে করেছেন তাদের অধিনায়ক CR7।

এর আগের খেলায় পর্তুগাল তুরস্ককে (Turkey) একটি কঠিন যুদ্ধে পরাজিত করেছে। এই ম্যাচে জয় তাদের জন্য বিশ্বকাপের জায়গা পাকা করবে। নর্থ মেসিডোনিয়া ইউরোপীয় চ্যাম্পিয়ন ইতালিকে (Italy) দৌড় থেকে ছিটকে দিয়ে এই ম্যাচে মাঠে নামছে। পর্তুগালের সঙ্গে তাদের লড়াই একটি বড় চ্যালেঞ্জ বলে মনে করা হচ্ছে।

সোমবার একটি সাংবাদিক সম্মেলনে রোনাল্ডো বলেন পর্তুগাল এই ম্যাচে জয়ের বিষয়ে আশাবাদী এবং দলের খেলোয়াড়রাও এই খেলায় জেতার জন্য মরিয়া। ম্যাচের গুরুত্ব অনুধাবন করে তিনি সমর্থকদের আহ্বান করেন যাতে তারা এই খেলায় পর্তুগালকে সমর্থন করে।

আরও পরুন: IPL 2022: এখনও Virat Kohli-র মনজুড়ে রয়েছেন AB de Villiers, কিন্তু কেন? জানতে পড়ুন

পর্তুগাল যোগ্যতা অর্জন করলে, এই নিয়ে পঞ্চমবার রোনাল্ডো ফিফা বিশ্বকাপে অংশ নেবেন এবং ক্যারিয়ারে প্রথমবারের মতো এই ট্রফি জেতার সুযোগ থাকবে তার সামনে।

 

পাঁচবারের ব্যালন ডি'অর জয়ি রোনাল্ডো ইতিমধ্যেই আন্তর্জাতিক ফুটবলে সর্বকালের শীর্ষস্থানীয় স্কোরার এবং ফিফা ২০২৬ বিশ্বকাপের সময় তার বয়স হবে ৪১ বছর। ফলত, বিশ্বকাপ জেতার জন্য কাতারই তার কাছে শেষ সুযোগ বলে মনে করছেন সবাই। রোনাল্ডোর বিস্ময়কর কেরিয়ারে তিনি এই খেতাবটিই এখনও জিততে পারেনি।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.