Tokyo Olympic: হকিতে রুদ্ধশ্বাস জয় ভারতীয় মহিলা টিমের, পদক জয়ে আরও এক ধাপ
কোয়ার্টার ফাইনালের ভাগ্য নির্ধারণ আজ সন্ধেয়
নিজস্ব প্রতিবেদন: টোকিও অলিম্পিকে (Tokyo Olympics) পদকের দৌড়ে আরও খানিকটা এগোল ভারতীয় মহিলা হকি দল (Indian Women Hockey Team)। দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে ৪-৩ গোলে জয় ছিনিয়ে টুর্নামেন্টের কোয়ার্টার ফাইনালে (Quarter Final) পৌঁছনোর সম্ভাবনা জিইয়ে রাখলেন রামপালরা। বলা বাহুল্য, শুরু থেকেই ম্যাচে দুর্দান্ত পারফরমেন্সের ধারা বজায় রেখেছে এই টিম। আর এদিনও তার অন্যথা হল না।
এদিনের ম্যাচের শুরুতেই বন্দনা কাতারিয়ার গোলে এগোয় ভারত। দক্ষিণ আফ্রিকা ঘুরে দাঁড়াবার চেষ্টা করলেও লাভ হয়নি। তাদের তরফে তিনটি গোল করেন ট্যারিন গ্লাসবাই, এরিন হান্টার ও ম্যারিজেন ম্যারেস। এদিকে ভারতের হয়ে হ্যাট্ট্রিক গোল করেন বন্দনা একাই। আরও একটি গোল করেন নেহা গোয়েল।
আরও পড়ুন: Tokyo Olympics 2020: Discus ফাইনালে ভারতের Kamalpreet, তিরন্দাজে স্বপ্নভঙ্গ বাংলার Atanu-র
যদিও ভাগ্যনির্ধারণের জন্য আজ সন্ধে পর্যন্ত অপেক্ষা করতে হবে টিম ইন্ডিয়াকে। পুল এ এর শেষ ম্যাচে ব্রিটেন বনাম আয়ারল্যান্ডের খেলার ফলাফলের উপর নির্ভর করছে ভারতের কোয়ার্টার ফাইনালে যাওয়া। আয়ারল্যান্ডের হার বা ম্যাচ ড্র হলেই কোয়ার্টার ফাইনালে পৌঁছবে ভারতের মহিলা হকি টিম।
আরও পড়ুন: 'মানসিক অবসাদে' ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ালেন Ben Stokes