Tokyo Olympics 2020: Discus ফাইনালে ভারতের Kamalpreet, তিরন্দাজে স্বপ্নভঙ্গ বাংলার Atanu-র
আশা জাগাচ্ছেন কমলপ্রীত
নিজস্ব প্রতিবেদন : অলিম্পিকে (Tokyo Olympic 2020) ফের সাফল্য ভারতের। ডেবিউতেই কাঁপিয়ে দিচ্ছেন ভারতের কমলপ্রীত কউর (Kamalpreet Kaur)। আশা জাগিয়ে মহিলাদের ডিস্কাস থ্রো ফাইনালে (Women Discus Final) পৌঁছলেন তিনি। ৬৪ মিটার দূরে দুর্দান্ত ডিস্কাস ছুঁড়ে সরাসরি ফাইনালে জায়গা পাকা করলেন কমলপ্রীত। একইসঙ্গে তৃতীয় বারের চেষ্টায় নিজের সেরা থ্রো দিয়ে দুবারের অলিম্পিক চ্যাম্পিয়ন সান্দ্রা পারকোভিকসের ৬৩.৭৫ মিটারের থ্রোকে টেক্কা দিলেন ভারতের তনয়া। ২রা অগাস্ট মহিলা ডিস্কাসের ফাইনাল অনুষ্ঠিত হবে। এদিকে ডিসকাস থ্রো-র ফাইনালে পৌঁছতে ব্যর্থ হয়েছেন সীমা পুনিয়া (Sima Punia)।
অপরদিকে, টোকিও অলিম্পিকে স্বপ্নভঙ্গ বাংলার ছেলে অতনু দাসের (Atanu Das)। তিরন্দাজিতে কোয়ার্টার ফাইনালে (Archer Quarter Final) ওঠা হল না অতনুর। প্রি কোয়ার্টারেই জাপানের প্রতিদ্বন্দ্বী তাকাহারু ফুরুকাওয়ার কাছে হেরে যান ভারতীয় আর্চার। প্রথম রাউন্ডেই পিছিয়ে পড়েন অতনু। তৃতীয় সেটে দুবার ১০ পয়েন্ট পেয়ে ফিরে এলেও শেষ রাউন্ডে ২৬-২৭ ব্যবধানে হেরে বিদায় নিতে হয় বাংলার তিরন্দাজ অতনুকে।
আরও পড়ুন: 'মানসিক অবসাদে' ক্রিকেট থেকে আপাতত সরে দাঁড়ালেন Ben Stokes
আরও পড়ুন: Tokyo Olympics 2020: কন্ডোমের জন্যই তাঁর অলিম্পিক্সে সোনা! অজি অ্যাথলিটের ভিডিয়ো ভাইরাল