কোন চ্যানেলে দেখবেন ভারত-বাংলাদেশ নিদহাস ট্রফির ফাইনাল ?
ধোনি-কোহলিদের অবর্তমানে তরুণদের নিয়ে রোহিত শর্মা কি পারবেন নিদহাস ট্রফি জিততে?
নিজস্ব প্রতিবেদন : রবিবার অর্থাত্ আজ ভারতীয় সময় সন্ধ্যা ৭টায় কলোম্বোর প্রেমেদাসা স্টেডিয়ামে শুরু হবে নিদহাস ট্রফির ফাইনাল ম্যাচ। কিছুক্ষণ পর সেই ফাইনাল ম্যাচে মুখোমুখি হবে ভারত এবং বাংলাদেশ।
Finale time and we are all set! #TeamIndia pic.twitter.com/r7Pf6FtdLy
— BCCI (@BCCI) March 18, 2018
ধোনি-কোহলিদের অবর্তমানে তরুণদের নিয়ে রোহিত শর্মা কি পারবেন নিদহাস ট্রফি জিততে? নাকি সাকিবের নেতৃত্বে ভারতকে হারিয়ে প্রেমাদাসায় 'নাগিন ডান্স' করবেন মুশফিকুর, তামিমরা ? টান টান সেই টি টোয়েন্টি ম্যাচ দেখবেন কোন চ্যানেলে ?
Snaps of Bangladesh team practice session ahead of the Final of Nidahas Trophy 2018 against India tomorrow (Sunday). pic.twitter.com/yv0DC2pP63
— Bangladesh Cricket (@BCBtigers) March 17, 2018
* ডি স্পোর্টস চ্যানেলে দেখা যাবে ফাইনাল ম্যাচের সরাসরি সম্প্রচার ।
* রিস্তে সিনেপ্লেক্সেও দেখা যাবে লাইভ ম্যাচ।
* ডিডি স্পোর্টসও সরাসরি সম্প্রচার করবে ভারত-বাংলাদেশ ফাইনাল ম্যাচ।
* বাংলাদেশে ম্যাচের সরাসরি সম্প্রচার দেখা যাবে বিটিভি এবং চ্যানেল নাইন-এ।
আরও পড়ুন - টাইগারদের 'বাংলা মার' দিতে জিমে কসরত গব্বরের