WATCH | Virat Kohli Run Out: 'কী ভাবে উইকেট নষ্ট করল'! রাজার অসহায় আত্মসমর্পণ, ধুয়ে দিলেন দুই প্রাক্তন কোচ...
Virat Kohli Run Out: বিরাট কোহলির রান আউট নিয়ে বিস্তর চর্চা চলছে, এবার তাঁরই দুই প্রাক্তন কোচ তাঁকে ধুয়ে দিলেন...
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতের বিরুদ্ধে চলতি তিন ম্যাচের টেস্ট সিরিজ, এক ম্যাচ হাতে রেখেই নিউ জিল্যান্ড ২-০ জিতে নিয়েছে। বেঙ্গালুরুতে কিউয়িরা প্রথম টেস্ট ৮ উইকেট জিতে নিয়েছিল। পুণেতে দ্বিতীয় টেস্ট ১১৩ রানে জিতে কিউয়িরা সিরিজ পকেটে পুরে ফেলে! শুক্রবার থেকে শুরু হয়েছে সিরিজের তৃতীয় টেস্ট। মুম্বইয়ের ওয়াংখেড়েতে যদি ভারত হারে, তাহলে ঘরের মাঠে হোয়াইটওয়াশ হবেন রোহিত শর্মার বাহিনী। সম্মানরক্ষার লড়াইয়ে রোহিত শর্মার টিম!
আরও পড়ুন: জাদেজা-সুন্দরের হাতযশ, ২৩৫ রানে শেষ কিউয়িরা, তবে মুম্বই টেস্টের প্রথম দিনেই ভারত...
মুম্বই টেস্টে টস জিতে প্রথমে ব্য়াট করার সিদ্ধান্ত নেয় নিউ জিল্যান্ড। রবীন্দ্র জাদেজা ও ওয়াশিংটন সুন্দরের হাতযশে ২৩৫ রানে গুটিয়ে যায় টম ল্য়াথামের টিম। তৃতীয় টেস্টের প্রথম দিনে ভারতের অ্যাডভান্টেজে থাকার কথা ছিল। কিন্তু তেমনটা আর হল কোথায়! ২৩৫ রানের জবাবে ভারতের ৪ উইকেট চলে গেল মাত্র ৮৬ রানে। ১৪৯ রানে পিছিয়ে ভারত। ৭৮/১ থেকে চোখের পলকে ৮৬/৪ হয়ে যায়। আর প্রথম দিনের খেলা শেষের ঠিক আগে বিরাট কোহলি যে ভাবে রান আউট হলেন, তা মেনে নিতে পারছেন না তাঁর এবং টিম ইন্ডিয়ার দুই প্রাক্তন কোচ অনিল কুম্বলে ও রবি শাস্ত্রী!
মাত্র ৫ বল খেলেই কোহলি বিরাট ঝুঁকি নিয়ে রান নিতে গিয়েছিলেন, ম্য়াট হেনরি এক থ্রোয়ে উইকেট ভেঙে দেন! কোহলি নিজেও রাগে গজগজ করে মাঠ ছাড়েন। কুম্বলে বলেন, 'দেখুন প্রতি খেলায় এরকম বারবার ঘটতে পারে না! এই মুহূর্তে যা উদ্বেগের চেয়েও বেশি। রোহিত শর্মা আউট হওয়ার পর কোহলি সুযোগ পেয়েছিল। তারপর জয়সওয়াল আউট হল! এরপর নাইট ওয়াচম্যান (মহম্মদ সিরাজ) এসে প্রথম বলে আউট! এই রেশ ধরেই কোহলির রান-আউট! কেউ এটার প্রত্য়াশা করেনি। বিরাট কোহলির মতো কারোর থেকে এটা আশা করাই যায় না। তাও আবার দিনের খেলার যখন শেষ ওভার বা শেষ কিছু মিনিট বাকি রয়েছে! ও মেরেই সোজা ছুটে গেল! আত্মঘাতী ছাড়া কী বলব!' শাস্ত্রী ধারাভাষ্য় দেওয়ার সময়ে বলে ওঠেন, 'কী ভাবে উইকেট নষ্ট করল! জানি না ওর মাথায় কী চলছিল!' যা চলছে তাতে করে ভারত এই টেস্টও না হেরে বসে!
আরও পড়ুন: শুধু নেতৃত্বই নয়, টাকার লোভও নেই তাঁর, আত্মবলিদানেই মুম্বইকে বাঁচিয়ে দিলেন রোহিত!