UEFA Champions League Draw: সামনে এল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি, কে কার বিরুদ্ধে লড়বে?

এসি মিলান শেষ বার ট্রফি জিতেছিল ২০০৭ সালে। ২০১০ সালে শেষবার খেতাবে নাম লেখায় ইন্টার মিলান। বেনফিকা জিতেছিল সেই ১৯৬২ সালে। সেই সময় অবশ্য প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ।

Edited By: সব্যসাচী বাগচী | Updated By: Mar 17, 2023, 10:47 PM IST
UEFA Champions League Draw: সামনে এল চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের সূচি, কে কার বিরুদ্ধে লড়বে?
রিয়াল মাদ্রিদ কি ট্রফি ধরে রাখতে পারবে? ফাইল চিত্র

জি ২৪ ঘন্টা ডিজিটাল ব্যুরো: অবশেষে চলে এল উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের (UEFA Champions League) কোয়ার্টার ফাইনালের সূচি। গতবার চ্যাম্পিয়ন হয়েছিল রিয়াল মাদ্রিদ (Real Madird)। এবার করিম বেনজেমাদের (Karim Benzema) বিরুদ্ধে মুখোমুখি হবে চেলসি (Chelsea)। অন্য দিকে পেপ গুয়ার্দিওলার (Pep Guardiola)ম্যাঞ্চেস্টার সিটির (Manchester City) মুখোমুখি হবে জার্মানির (Germany) জায়ান্ট বায়ার্ন মিউনিখ (Bayern Munich)।

উয়েফা চ্যাম্পিয়ন্স লিগের কোয়ার্টার ফাইনালের ড্র অনুষ্ঠিত হয়েছে সুইজারল্যান্ডে। সূচি অনুসারে বেনফিকার (Benfica) সামনে ইন্টার মিলান (Inter Milan)। প্রথমবার কোয়ার্টার ফাইনালে ওঠা নাপোলির (Napoli) মুখোমুখি এসি মিলান (AC Milan)।  

আগামী ১১ ও ১২ এপ্রিল হবে কোয়ার্টার ফাইনালের প্রথম লেগের খেলা। ফিরতি লেগ হবে ১৮ ও ১৯ এপ্রিল।

আরও পড়ুন: Sunil Chhetri, ISL Final 2023: কেরিয়ার শুরু করা সবুজ-মেরুনকে মেগা ফাইনালে ধাক্কা দিতে মরিয়া 'ক্যাপ্টেন ফ্যান্টাসটিক' সুনীল

আরও পড়ুন: ISL Final 2023, ATKMB vs BFC: মেগা ফাইনালের লড়াইয়ে মুখোমুখি সবুজ-মেরুন ও নীল ব্রিগেড, হাড্ডাহাড্ডি লড়াইয়ের আগে কোন দলের পাল্লা ভারী?

দুটি সেমিফাইনালের দিনক্ষণও জানিয়ে দেওয়া হয়েছে। দুটি সেমি ফাইনালের প্রথম লেগের খেলা হবে ৯-১০ মে। দ্বিতীয় লেগের খেলা হবে ১৬-১৭ মে। 

এসি মিলান শেষ বার ট্রফি জিতেছিল ২০০৭ সালে। ২০১০ সালে শেষবার খেতাবে নাম লেখায় ইন্টার মিলান। বেনফিকা জিতেছিল সেই ১৯৬২ সালে। সেই সময় অবশ্য প্রতিযোগিতার নাম ছিল ইউরোপিয়ান কাপ। 

কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি? এক নজরে দেখে নিন 

রিয়াল মাদ্রিদ বনাম চেলসি

বায়ার্ন মিউনিখ বনাম ম্যাঞ্চেস্টার সিটি

বেনফিকা বনাম ইন্টার মিলান

এসি মিলান বনাম নাপোলি

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.