চ্যাম্পিয়ন্স লিগে ড্র করল বার্সা-পিএসজি, হারল লিভারপুল, জিতল অ্যাটলেটিকো
চার নম্বরে থাকা রেড স্টার বেলগ্রেডও নক আউট পর্বে ওঠার লড়াইয়ে রয়েছে। সবমিলিয়ে জমজমাট লড়াই গ্রুপ সি-তে।
নিজস্ব প্রতিবেদন : মঙ্গলবার চ্যাম্পিয়ন্স লিগে ইন্টারের মাঠে ১-১ ড্র করে নক আউট পর্বে পৌঁছে গেল বার্সেলোনা। নাপোলির সঙ্গে ১-১ ড্র করল পিএসজি। বেলগ্রেডের কাছে হেরে গেল লিভারপুল। বরুশিয়া ডর্টমুন্ডকে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ।
আরও পড়ুন - বরাত জোরে বাঁচলেন গাভাসকর-মঞ্জরেকর!
হাতের চোট সারিয়ে মাঠে ফেরার অপেক্ষায় থাকা লিওনেল মেসিকে দলে রেখে চমক দিয়েছিলেন বার্সা কোচ ভালভেরদে। কিন্তু শেষ পর্যন্ত অবশ্য তাকে রিজার্ভ বেঞ্চেও রাখেননি কোচ। সান সিরোয় মঙ্গলবার বি-গ্রুপের ম্যাচে বার্সেলোনা-ইন্টার মিলানের মধ্যে প্রথমার্ধ গোলশূন্য থাকার পর দ্বিতীয়ার্ধের ৮৩ মিনিটে গোলের দেখা পেল বার্সা। ৮১ মিনিটে দেম্বেলের পরিবর্ত হিসেবে মাঠে নামার দু মিনিটের মাথায় বার্সেলোনাকে এগিয়ে দেন মালকম। তবে ৮৭ মিনিটে ইকার্ডির গোলে সমতায় ফেরে ইন্টার। শেষ পর্যন্ত ম্যাচ ১-১ গোলে ড্র হয়।যদিও নূ ক্যাম্পে প্রথম লেগে ২-০ গোলে জেতে বার্সেলোনা। এ দিনের ড্রয়ের ফলে এবারের চ্যাম্পিয়ন্স লিগে সবার আগে শেষ ষোলোয় উঠে গেল এরনেস্তো ভালভেরদের দল। চার ম্যাচে তিনটি জয় ও একটি ড্রয়ে ১০ পয়েন্ট নিয়ে বি-গ্রুপের শীর্ষে বার্সেলোনা।
All over in the San Siro!
Inter 1-1 FC Barcelona
Icardi / Malcom
#InterBarça pic.twitter.com/mKYjdKyFSj— FC Barcelona (@FCBarcelona) November 6, 2018
সি-গ্রুপে ঘরের মাঠে পিএসজির সঙ্গে ১-১ গোলে ড্র করল নাপোলি। পিএসজির মাঠে প্রথম লেগেও ২-২ ড্র করেছিল ইতালির দলটি। প্রথমার্ধের ইনজুরি টাইমে বের্নাতের গোলে এগিয়ে যায় পিএসজি। প্রতিপক্ষের মাঠে এগিয়ে যাওয়া পিএসজি কিন্তু ব্যবধান ধরে রাখতে পারেনি। ৬৩ মিনিটে স্পট কিক থেকে নাপোলিকে সমতায় ফেরান ইনসিনিয়ে। ম্যাচ ১-১ গোলে শেষ হয়। চ্যাম্পিয়ন্স লিগে চার ম্যাচের একটিতে জিতে ও তিনটি ড্র করে ৬ পয়েন্ট নিয়ে সি-গ্রুপের শীর্ষে নাপোলি। গ্রুপের অন্য ম্যাচে রেড স্টার বেলগ্রেডের মাঠে ২-০ গোলে হারা লিভারপুলের পয়েন্টও চার ম্যাচ শেষে ৬। কিন্তু মুখোমুখি লড়াইয়ে পিছিয়ে দ্বিতীয় স্থানে রয়েছে ক্লপের দল। ৫ পয়েন্ট নিয়ে তিন নম্বরে পিএসজি। ৪ পয়েন্ট নিয়ে চার নম্বরে থাকা রেড স্টার বেলগ্রেডও নক আউট পর্বে ওঠার লড়াইয়ে রয়েছে। সবমিলিয়ে জমজমাট লড়াই গ্রুপ সি-তে।
FULL TIME: PSG take a point from the Stadio San Paolo#NAPPSG 1-1 pic.twitter.com/ksOgvHKON0
— Paris Saint-Germain (@PSG_English) November 6, 2018
গত মাসে অ্যানফিল্ডে রেড স্টার বেলগ্রেডকে ৪-০ ব্যবধানে উড়িয়ে দিয়েছিল লিভারপুল। সেই লিভারপুলের বিরুদ্ধে ঘরের মাঠে ২২ মিনিটে বেলগ্রেডকে এগিয়ে মিলান পাভকোভ। পিছিয়ে পড়ার ধাক্কা কাটিয়ে উঠতে না উঠতে আবারও গোল হজম করে বসে লিভারপুল। প্রায় ২৫ গজ দূর থেকে বুলেট গতির শটে নিজের দ্বিতীয় গালটি করেন সার্বিয়ার ফরোয়ার্ড পাভকোভ। শেষ পর্যন্ত ২-০ গোলে লিভারপুলকে হারায় তারা। চ্যাম্পিয়ন্স লিগে গ্রুপ পর্বের ইতিহাসে সার্বিয়ার কোনও ক্লাবের এটাই প্রথম জয়।
Defeat on #UCL matchday four.#REDLIV
— Liverpool FC (@LFC) November 6, 2018
অন্যদিকে চ্যাম্পিয়ন্স লিগে এ-গ্রুপে ঘরের মাঠে বরুশিয়া ডর্টমুন্ডকে ২-০ গোলে হারাল অ্যাটলেটিকো মাদ্রিদ। অ্যাটলেটিকোর হয়ে গোল দুটি করেন সল নিগ এবং অ্যান্তোনিও গ্রিজম্যান। এদিনের জয়ের ফলে অ্যাটলেটিকো এবং ডর্টমুন্ডের পয়েন্ট ৯। তবে মুখোমুখি লড়াইয়ে এগিয়ে গ্রুপের শীর্ষে বরুশিয়া।
RESULTS
Goals + drama.
What a night! #UCL pic.twitter.com/ldYWsFdOty— UEFA Champions League (@ChampionsLeague) November 6, 2018