Euro 2020: Belgium এর বিরুদ্ধে ম্যাচ দেখতে এসে ডেল্টা প্রজাতিতে আক্রান্ত বহু Denmark সমর্থক
WHO এর সতর্কবার্তাই সত্যি হল!
নিজস্ব প্রতিবেদন: ইউরো কাপের (Euro Cup 2020) আয়োজন করোনা সংক্রমণ আরও বাড়াবে বলে আগেই আশঙ্কা প্রকাশ করেছিল বিশ্ব স্বাস্থ্য সংস্থা (WHO)। এবার সেই আশঙ্কাই সত্যি হল। ইতিমধ্যেই ৮৫টি দেশে করোনার ডেল্টা প্রজাতির (Delta Variant) বিস্তার হয়েছে বলে জানিয়েছে হু। আর এবার ডেনমার্কের (Denmark) পরিসংখ্যানও উদ্বেগ বাড়াল।
করোনার বাড়বাড়ন্তের মাঝেই রমরমিয়ে চলছে ইউরো কাপ। হাঙ্গেরির পুসকাস এরিনা ছাড়া অন্য কোনো স্টেডিয়ামে একশো শতাংশ দর্শক প্রবেশের অনুমতি নেই। সূত্রের খবর, বেলজিয়াম (Belgium) বনাম ডেনমার্কের (Denmark) ম্যাচে মাঠে উপস্থিত কমপক্ষে তিনজন দর্শকের মধ্যে ডেল্টা প্রজাতির হদিস মিলেছে। ২ এপ্রিলের পর থেকে ডেনমার্কে মোট ২৪৭ জন করোনায় আক্রান্ত হয়েছেন।
আরও পড়ুন: WTC FINAL: তাঁর টিমের চেয়েও ভাল New Zealand, ব্যর্থতার পর টুইট স্বীকারোক্তি Ravi Shastri র
সবচেয়ে বেশি উদ্বেগ বাড়াচ্ছে যে পরিসংখ্যান তা হল ঐ দিনের ম্যাচে প্রায় ৪ হাজার ব্যক্তি করোনা আক্রান্ত ঐ তিন ব্যক্তির সংস্পর্শে এসেছিলেন। এই ঘটনার পর অবশ্য স্টেডিয়ামে দর্শকদের প্রবেশ নিয়ে কড়া নিয়ম চালু করেছে ডেনমার্ক প্রশাসন। পার্কেন স্টেডিয়ামে এবারের ইউরোর শেষ ম্যাচে সোমবার ক্রোয়েশিয়ার মুখোমুখি হবে স্পেন। তবে দর্শকদের মাঠে প্রবেশের অনুমতি থাকলেও তাঁদের সকলকেই আগে করোনা নেগেটিভ রিপোর্টে দেখাতে হবে।
আরও পড়ুন: WTC FINAL: এই ছবিই তাঁর দিন ভাল করে দিয়েছে, কোন মুহূর্ত বেছে নিলেন Manoj Tiwary?
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)