UEFA EURO 2020: কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি? ভারতীয় সময়ে কখন দেখা যাবে খেলা?

জেনে নিন পুরো সূচি!

Updated By: Jun 30, 2021, 05:35 PM IST
UEFA EURO 2020: কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি? ভারতীয় সময়ে কখন দেখা যাবে খেলা?

নিজস্ব প্রতিবেদন: দেখতে দেখেতে ইউরো কাপের প্রি-কোয়ার্টার ফাইনালের খেলাও শেষ হয়ে গেল। রোমের স্টেডিয়ো অলিম্পিকোতে তুরস্ক বনাম ইটালি ম্যাচ দিয়ে গত ১১ জুন পর্দা উঠেছিল ইউরোর। ২৪ দলের খেলা চলেছিল মোট ৬টি গ্রুপ মিলিয়ে। সেখান থেকে ৮টি দল টুর্নামেন্ট থেকে বেরিয়ে গেল। থেকে যাওয়া ১৬ দলের মধ্যে এবার কোয়ার্টার ফাইনালে উঠল ৮ দল। সুইজারল্যান্ড, স্পেন, বেলজিয়াম, ইটালি, চেক প্রজাতন্ত্র, ডেনমার্ক, ইউক্রেন ও ইংল্যান্ড এবার লড়াইয়ের ময়দানে। আগামী কয়েক দিনের মধ্যে নির্ধারিত হয়ে যাবে কোন চার দল লড়বে ট্রফির জন্য। এই প্রতিবেদনে রইল কোয়ার্টার ফাইনালে কে কার মুখোমুখি হচ্ছে এবং ভারতীয় সময় কখন দেখা যাবে ম্যাচগুলি।

আরও পড়ুন: খেলরত্নের দৌড়ে Mithali Raj, R Ashwin এর সঙ্গে Sunil Chhetri

২ জুলাই, শুক্রবার: 

সেন্ট পিটার্সবার্গের ক্রেস্টোভস্কি স্টেডিয়ামে মুখোমুখি সুইজারল্যান্ড বনাম স্পেন (Switzerland vs Spain), ভারতীয় সময়ে খেলা রাত ৯টা ৩০ মিনিটে

৩ জুলাই, শনিবার: 

বাকুর অলিম্পিক স্টেডিয়ামে চেক প্রজাতন্ত্র বনাম ডেনমার্ক (Czech Republic vs Denmark) ভারতীয় সময়ে খেলা রাত ৯টা ৩০ মিনিটে

মিউনিখের অ্যালায়েঞ্জ এরিনায় বেলজিয়াম বনাম ইটালি (Belgium vs Italy)। ভারতীয় সময়ে খেলা রাত ১২টা ৩০ মিনিটে।

৪ জুলাই, রবিবার:

রোমের স্তাদিও অলিম্পিকোতে ইউক্রেন বনাম ইংল্যান্ড (Ukraine vs England)। ভারতীয় সময়ে খেলা রাত ১২টা ৩০ মিনিটে।

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.