Umran Malik, IPL 2022: দ্রুততম ১৫৭ কিলোমিটার গতিবেগে বল করে নিজের রেকর্ড ভাঙলেন ‘Srinagar Express’
এ বার দিল্লি ক্যাপিটালসের বিরুদ্ধে চলতি আইপিএল-এর দ্রুততম ডেলিভারি বেরিয়ে এল সানরাইজার্স হায়দরবাদের এই তরুণের হাত থেকে।
নিজস্ব প্রতিবেদন: তাঁর হাত থেকে শুধু আগুনে গতির গোলা বের হচ্ছে না। একের পর এক রেকর্ডও গড়ছেন উমরান মালিক (Umran Malik)। লেখা ভাল নিজের রেকর্ড ভেঙে দিলেন ‘শ্রীনগর এক্সপ্রেস’ (Srinagar Express)। এ বার দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে চলতি আইপিএল-এর (IPL 2022) দ্রুততম ডেলিভারি বেরিয়ে এল সানরাইজার্স হায়দরবাদের (Sunrisers Hyderabad) এই তরুণের হাত থেকে। ১৫৭ কিলোমিটার গতিতে বল করলেন উমরান। যা দেখে সবার চোখ কপালে উঠে গিয়েছে। এর আগে ১৫৪ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন। সেটাই ছিল তাঁর সেরা পারফরম্যান্স।
এই ম্যাচে কোন উইকেট না পেলেও উমরানের বলে গতির অভাব ছিল না। ১৫৭ কিলোমিটার গতিতে বল করার পাশাপাশি ঋষভ পন্থদের বিরুদ্ধে বৃহস্পতিবার ১৫৬ ও ১৫৪.৮ কিলোমিটার গতিবেগে বল করলেন এই তরুণ।
ZEE HINDUSTAN (@Zee_Hindustan) May 5, 2022
গত ১ মে চেন্নাই সুপার কিংসের (Chennai Super Kings) বিরুদ্ধে ১৫৪ কিলোমিটার গতিবেগে বল করেছিলেন। তাঁর সেই ঘাতক ইয়র্কার সামলেছিলেন মহেন্দ্র সিং ধোনি (Mahendra Singh Dhoni)। নিজের গতিকে ছাপিয়ে যেতে চান আগেই বলেছিলেন উমরান। এ দিন ফের সেটাই করে দেখালেন। দিল্লির ইনিংসের ২০তম ওভারের চতুর্থ ও পঞ্চম বলের গতি যথাক্রমে ১৫৭ ও ১৫৬ কিলোমিটার ছিল। তবে বল হাতে আগুন ঝারালেও এ দিন ৪ ওভারে ৫২ রান দিয়েছেন তিনি।
আরও পড়ুন: IPL 2022: Virat Kohli-র সঙ্গে ব্যাট করতে রাজি নন Glenn Maxwell! কিন্তু কেন? ভিডিও দেখুন