পেশিতে চোট, জীবনের শেষ দৌড় শেষ করতে পারলেন না উসেইন বোল্ট
ওয়েব ডেস্ক: শেষ হয়েও হল না শেষ। জীবনের শেষ দৌড় শেষ করতে পারলেন না উসেইন বোল্ট। ৪ x ১০০ মিটার রিলেতে জামাইকার হয়ে ব্যাটন হাতে নিয়ে কয়েক পা দৌড়েই অসহ যন্ত্রণায় লুটিয়ে পড়লেন ট্র্যাকে। কিংবদন্তীর শেষ লড়াই রয়ে গেল অলিখিতই।
ওয়ার্ল্ড অ্যাথলেটিক্স চ্যাম্পিয়নশিপে বোল্টের শেষ দৌড় দেখতে শনিবার লন্ডন স্টেডিয়ামের কোনও আসন ফাঁকা ছিল না। চার জন ধাবকের মধ্যে শেষ ১০০ মিটার পার করার দায়িত্ব ছিল বোল্টের ওপর। ব্যাটন হাতে পেয়ে ১৫ পা দৌড়ে ট্র্যাকে লুটিয়ে পড়েন বোল্ট। দু'হাতে চেপে ধরেন বাঁ পায়ের থাইয়ের পেশি। একই সঙ্গে শেষ হয়ে যায় জামাইকার পদকজয়ের আশা। রবিবার তাঁর পায়ের পরীক্ষা হবে বলে জানা গিয়েছে। ইভেন্টটিতে চ্যাম্পিয়ন হয়েছে ব্রিটেন। রানার আপ মার্কিন যুক্তরাষ্ট্র।
Sad To See A Great Career End Like This. Usain Bolt Fumbles Up & Injures Himself.
We Still Love You #USAINBOLT pic.twitter.com/pNGzrQlioX
— Sir Ravindra Jadeja (@SirJadejaaaa) August 12, 2017
বিশ্ব চ্যাম্পিয়নশিপে ১০০ মিটার দৌড়ে তৃতীয় স্থানে শেষ করেছিলেন বিশ্বের দ্রুততম মানব।