রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতে সেলফিতে মাতলেন বোল্ট

Updated By: Aug 3, 2014, 08:56 AM IST
রেকর্ড গড়ে কমনওয়েলথে সোনা জিতে সেলফিতে মাতলেন বোল্ট

একেবারে 'পারফেক্ট' কেরিয়ারে আরও একটা সোনার পালক যোগ হল উসেইন বোল্টের। ৬টি অলিম্পিক সোনা, বিশ্বচ্যাম্পিয়নশিপে ৮টি সোনার পদকের পর বোল্ট এবার জিতলেন কমনওয়েলথ গেমসে সোনা।

4x100 মিটার রিলে রেসে সোনা জিতে বিশ্বের দ্রুততম মানুষ ফের প্রমাণ করলেন বিশ্ব অ্যাথলিটে তাঁকে হারানো এখনও অসম্ভব। শনিবার রাতে (ভারতীয় সময়) জামাইকান দলের তৃতীয় সদস্য যখন তাঁর হাতে ব্যাটন তুলে দিলেন, তখন ইংল্যান্ডের দৌড়বিদ ড্যানি টালবোটের সঙ্গে প্রায় একই বিন্দুতে দাঁড়িয়ে। গোটা হাম্পডেন স্টেডিয়াম তখন দমবন্ধ কর অবস্থা। হাইপ্রোফাইল জামাইকানরা কী তবে সোনা হাতছাড়া করবে! কিন্তু এরপরই সেই সোনালী দৌড় শুরু।

পাখিরা যেভাবে মনের আনন্দে আকাশে উড়ে বেরায়, সেই ভঙ্গিতে দৌড় শুরু করলেন। তারপর ধীরে ধীরে গতি বাড়িয়ে চিতাবাঘের মত দৌড়ে অনায়াসে দলকে সোনা এনে দিলেন। বোল্টের জামাইকা দল দৌড় শেষ করল ৩৭.৫৮ সেকেন্ডে। কমনওয়েলথ গেমসের ইতিহাসে এত কম সময় 4x100 মিটারে রেস শেষ করার ব্যাপারে রেকর্ড গড়লেন বোল্টরা। দ্বিতীয় হল ইংল্যান্ড, তৃতীয় ত্রিনিদাদ টোবাগো।

 

গ্লাসগো কমনওয়েলথ গেমসে মজা করার জন্য এসেছেন বলে বোল্টকে নিয়ে সমালোচনা চলছে তার যোগ্য জবাব দিলেন। সোনার দৌড় শেষ করে বোল্ট সেলফিতে মাতলেন। স্টেডিয়ামের দর্শকদের সেলফিতে হাসি মুখে গিয়ে দাঁড়ালেন বোল্ট। গোটা স্টেডিয়ামে তখন বোল্টকে নিয়ে মত্ত। টিভিতে দেখতে বেশ লাগল, এত বড় একটা মঞ্চে সোনা জেতের পর উচ্ছাসটা সবার সঙ্গে ভাগ করে বোল্ট বোঝালেন তাঁর তুলনা শুধুই তিনিই।

.