সোনার দিকে দৌড়ে মহিলা সাংবাদিককে অঙ্গভঙ্গি বোল্টের

গ্লাসগো:তিনি আসেন, দৌড়ান আর সোনা জেতেন।

Updated By: Aug 2, 2014, 04:28 PM IST

গ্লাসগো:তিনি আসেন, দৌড়ান আর সোনা জেতেন। গত বেশ কয়েকবছর ধরে যে কোনও গেমসে এটা দেখেই অভ্যস্ত সবাই। গ্লাসগো কমনওয়েলথ গেমসও সে দিকেই যেতে চলেছে। পুরুষদের রিলে রেসের 4x100 মিটারে দেশকে ফাইনালে তুললেন উসেইন বোল্ট। আজ, শনিবার রাতে ফাইনালে ট্র্যাকে নামবেন বোল্ট।

কমনওয়েলথে গেমসের নবম দিনে ভারতীয় সময় একেবারে গভীর রাতে রিলে রেসে দৌড়াতে নামলেন বিশ্বের সবচেয়ে দ্রুততম মানুষ। প্রতিযোগিতামূলক দৌড়ে ৩২৯ দিন পর নামলেন বোল্ট। স্কটল্যান্ডের ঐতিহ্যপূর্ণ হাম্পডেন স্টেডিয়ামে বোল্ট দৌড়লেন নিজস্ব মেজাজে। হিটে বোল্টের জামাইকা সবার প্রথম হল। বিশেষজ্ঞরা বলছেন, বোল্ট নিজের সেরাটা তুলে রাখলেন ফাইনালের জন্য।

অবশ্য বোল্টের দৌড় কিংবা 4x100 মিটারে জামাইকার ফাইনালে ওঠা নয় গেমসে ট্রাক অ্যান্ড ফিল্ড নিয়ে বড় খবর হল অন্য একটা বিষয় নিয়ে। এক ব্রিটিশ দৈনিকে বোল্ট মজা করতে গ্লাসগোয় এসেছেন বলে মন্তব্য কেন। এমন মন্তব্যের পর মিডিয়া তাঁকে নিয়ে জোর সমালোচনায় মেতেছে। গত দু তিন ধরে চলা জোর বিতর্কে মেজাজ হারিয়ে বোল্ট এক সাংবাদিককে আক্রমণ করে বসলেন।

ক্যামেরার সামনে গ্যাগি লোগান নামের এক মহিলা সাংবাদিকের দিকে হাত দেখিয়ে উত্তেজিত বোল্ট অঙ্গভঙ্গি করলেন। নাম না করে ওই মহিলা সাংবাদিককে উদ্দেশ্য করে বোল্ট বারবার বলতে লাগলেন, "হ্যাঁ আমি তোমায় বলছি, আমি খুব মজার লোক...."

চলতি কমনওয়েলথ গেমস নিয়ে বোল্টের বিতর্কিত মন্তব্যের পর বিবিসি-র সাংবাদিক গ্যাগি লোগান বলেছিলেন,  বোল্ট-ব্লেককে ছাড়াই এবারের গেমস উপভোগ করছেন দর্শকরা। এতেই মেজাজ হারালেন বিশ্বের দ্রুততম মানুষ।

.