ICC World Cup 2019: ওয়ার্ম-আপ ম্যাচের আগে বড় ধাক্কা ভারতীয় শিবিরে! চোট পেলেন বিজয় শঙ্কর
প্রাথমিকভাবে চোট বেশ গুরুতর বলেই মনে হয়। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি।
নিজস্ব প্রতিবেদন : নিউ জিল্যান্ডের বিরুদ্ধে প্রথম ওয়ার্ম-আপ ম্যাচ খেলতে নামার আগে ভারতীয় শিবিরে বড় ধাক্কা। অনুশীলনে হাতে চোট পেলেন বিজয় শঙ্কর। শুক্রবার ওভালে ভারতীয় দলের দ্বিতীয় দিনের অনুশীলনে হেলমেটে আঘাত পেলেন শিখর ধাওয়ানও।
শুক্রবার নেটে ব্যাট করার সময় খলিল আহমেদের বলে হাতে মারাত্মক চোট পেলেন অলরাউন্ডার বিজয় শঙ্কর। প্রাথমিকভাবে চোট বেশ গুরুতর বলেই মনে হয়। সঙ্গে সঙ্গে নেট ছেড়ে বেরিয়ে আসেন তিনি। মাঠে হাজির হন ফিটনেস ট্রেনার প্যাট্রিক ফারহার্ট এবং ফিজিও। যদিও শঙ্করের চোটের ব্যাপারে বিসিসিআই-এর তরফে এখনও কোনও সরকারি বার্তা পাওয়া যায়নি। বিলেতে বিশ্বকাপের আগে বিজয় শঙ্করের চোট যদি গুরুতর হয় তাহলে ভারত অধিনায়ক বিরাট কোহলির কপালে চিন্তার ভাঁজ বাড়বে। কারণ বিজয় শঙ্করকে চার নম্বর পজিশনে ব্যাটিংয়ের জন্য চিন্তা-ভাবনায় ছিল টিম ম্যানেজমেন্টের। আর বিজয় শঙ্কর নিজেও চার নম্বরে ব্যাটিং করার জন্য মানসিকভাবে প্রস্তুত হচ্ছিলেন।
Shots from what our training session looked like on the eve of the first warm-up game for #CWC19 #TeamIndia pic.twitter.com/D2cKf2z3NC
— BCCI (@BCCI) May 24, 2019
পাশাপাশি এদিন নেটে শর্ট বল প্র্যাকটিস করছিলেন ওপেনার শিখর ধাওয়ান। ব্যাটিং কোচ সঞ্জয় বাঙ্গারের একটি ছোঁড়া বল সোজা গিয়ে লাগে ধাওয়ানের হেলমেটে। যদিও তাঁর কোনও রকম চোট লাগেনি। কিন্তু সাবধানতা হিসেবে আর ব্যাট করেননি শিখর।ফিটনেস ট্রেনার এবং ফিজিওর সঙ্গে আলোচনা করেন শিখর।
আরও পড়ুন - ICC World Cup 2019: ওয়ার্ম-আপ ম্যাচে পাকিস্তানকে হারিয়ে চমক আফগানিস্তানের