ডিসকাসের ফাইনালে বিকাশ গৌড়া

অলিম্পিকে অ্যাথলিটে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। ডিসকাস থ্রো প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন ভারতের বিকাশ। সেমিফাইনালে তৃতীয় স্থানে শেষ করে ফাইনালের ছাড়পত্র পেলেন ভারতের এই ডিসকাস থ্রোয়ার।

Updated By: Aug 6, 2012, 05:50 PM IST

অলিম্পিকে অ্যাথলিটে ভারতের পদকের আশা জিইয়ে রাখলেন ডিসকাস থ্রোয়ার বিকাশ গৌড়া। ডিসকাস থ্রো প্রতিযোগিতার ফাইনালে পৌঁছলেন ভারতের বিকাশ। সেমিফাইনালে তৃতীয় স্থানে শেষ করে ফাইনালের ছাড়পত্র পেলেন ভারতের এই ডিসকাস থ্রোয়ার। ৬৫.২০ দুরত্ব পর্যন্ত ডিসকাস ছোঁড়েন আমেরিকা প্রবাসী ভারতীয় ডিসকাস থ্রোয়ার।
পঁয়ষট্টি মিটার দুরত্ব পর্যন্ত ছুঁড়লেই ফাইনালে যোগ্যতা অর্জন করা যায়। চলতি বছরে জুন মাসে প্রথম ভারতীয় হিসাবে আমেরিকায় ডায়মন্ড লিগে ব্রোঞ্জ জিতেছিলেন বিকাশ। তাঁর সেরা থ্রো ছিল ৬৬.২৮ মিটার। অলিম্পিকে কৃষ্ণা পুনিয়া ব্যর্থ হওয়ার পর ট্র্যাক এন্ড ফিল্ডে ভারতের পদকের জন্য বিকাশের দিকে তাকিয়ে আছেন দেশবাসী। আন্তর্জাতিক অ্যাথলেটিক ফেডারেশনের তালিকা অনুযায়ী বিকাশ গৌড়ার স্থান ১৬। এই তালিকায় শীর্ষে রয়েছেন ইউরোপিয়ান চ্যাম্পিয়ন রবার্ট হার্টিং।
 

.