গোল বাতিলকে কেন্দ্র করে রণক্ষেত্র মোহনবাগান মাঠ, পরিত্যক্ত হল ম্যাচ

মোহনবাগান মাঠে ধুন্ধুমার। গোল বাতিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মোহনবাগান। আর তাতেই পরিত্যক্ত হয়ে গেল ঘরোয়া লিগে মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ। 

Updated By: Aug 29, 2016, 09:10 PM IST
গোল বাতিলকে কেন্দ্র করে রণক্ষেত্র মোহনবাগান মাঠ, পরিত্যক্ত হল ম্যাচ

ওয়েব ডেস্ক: মোহনবাগান মাঠে ধুন্ধুমার। গোল বাতিলকে কেন্দ্র করে রণক্ষেত্র হয়ে উঠল মোহনবাগান। আর তাতেই পরিত্যক্ত হয়ে গেল ঘরোয়া লিগে মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ। 

ঘটনার সূত্রপাত খেলার ইনজুরি টাইমে। তখন খেলার ফল ছিল এক-এক। সেই সময় মোহনবাগানের আজহারের গোল অফসাইডের কারণে বাতিল হয়ে যায়। রেফারি-লাইন্সম্যানকে ঘিরে বিক্ষোভ দেখাতে শুরু করেন মোহনবাগান ফুটবলার-রা। তারপরই পরিতপ্ত হয়ে ওঠে পরিবেশ। মাঠে অনবরত পড়তে থাকে জলের বোতল আর ইঁট। দর্শকদের শান্ত করার চেষ্টা করেন সভাপতি টুটু বসু। কিন্তু মাঠের মধ্যে ঢুকে পড়েন দর্শক-রা। চেষ্টা করেও পরিস্থিতি আয়ত্তে আনা যায়নি। মিনিট চল্লিশ পর আইনশৃঙ্খলাজনিত কারণে পরিত্যক্ত ঘোষণা করা হয় মোহনবাগান-টালিগঞ্জ ম্যাচ। পরিত্যক্ত ম্যাচ রিপ্লে দেওয়ার দাবি করেছে মোহনবাগান।

.