Virat Kohli, IND vs AUS : খেলার মাঝে বিরাটের চোখ ছানাবড়া হয়ে গেল? কারণ জেনে নিন
Virat Kohli, IND vs AUS : শুরু থেকেই ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় ওভারে চারটি বাউন্ডারি মারেন। দ্বিতীয় বাউন্ডারিটা দেখার মতো ছিল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: বিরাট কোহলি (Virat Kohli) ফর্মে থাকলেও খবর। আর তাঁর ব্যাট চললে তো কোনও কথাই নেই। সোজা কথায় টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিবনায়কের 'বিরাট' উপস্থিতি সব সময় খবরের বিষয়। মোহালিতে অস্ট্রেলিয়ার (Australia) বিরুদ্ধে প্রথম টি-টোয়েন্টি ম্যাচেও তাই হল। একে নিজে রান পাননি। এরমধ্যে ২০৮ রান তাড়া করতে নেমে শুরু থেকেই ভারতের বোলারদের বেধড়ক মারতে লাগলেন ক্যামেরুন গ্রিন (Cameron Green)। উমেশ যাদবের (Umesh Yadav) বলে অজি ওপেনার লাগাতার চারটি চার মারতেই বিরাটের চোখ একেবারে ছানাবড়া হয়ে গেল! মুহূর্তের মধ্যে ভাইরাল হয়ে যায় তাঁর সেই ‘লুকের’ ভিডিয়ো এবং ছবি। এমনকি মাইক হাতে থাকা ইয়ান বিশপদের (Ian Bishop) মতো প্রাক্তনও না হেসে থাকতে পারলেন না।
শুরু থেকেই ঝড় তোলেন ক্যামেরন গ্রিন। দ্বিতীয় ওভারে চারটি বাউন্ডারি মারেন। দ্বিতীয় বাউন্ডারিটা দেখার মতো ছিল। একজন ফিল্ডারও নড়ার সুযোগ পাননি। তারপরই ক্যামেরায় বিরাটের 'লুক' ধরা পড়ে। গ্রিনের শটে এতটাই মুগ্ধ হন যে অবাক হয়ে যাওয়ার মতো চোখ করেন। সেই ‘লুক’ সোশ্যাল মিডিয়ায় ভাইরাল হয়ে যায়।
— Nur (@71stHasArrived) September 20, 2022
ওয়েস্ট ইন্ডিজের প্রাক্তন জোরে বোলার তথা ধারাভাষ্যকার বিশপ মজা করে বলেন, 'আমি দেখতে পাচ্ছি যে বিরাট কোহলির ওই লুকটা মিম হতে চলেছে।' সঙ্গে দুটি হাসির স্মাইলি দেন। একইসুরে প্রাক্তন ভারতীয় ক্রিকেটার অভিনব মুকুন্দ বলেন, 'টুইটার পরিবার দয়া করে বিরাট কোহলির লুকটা আমায় জিআইএফ করে পাঠাও। অগ্রিম ধন্যবাদ।' তিনিও হাসির স্মাইলি দেন।
আরও পড়ুন: Hardik Pandya, IND vs AUS : কার অনুপস্থিতি দলকে ভোগাচ্ছে? হেরে নাম জানালেন হার্দিক
আরও পড়ুন: IND vs AUS : ডিআরএস ইস্যুতে কার্তিকের থুতনি টিপে ধরলেন রোহিত! ভাইরাল ভিডিয়ো
— Dr Nirmal Jyothi (@majornirmal) September 20, 2022
— Rohit (@Rohit_ke_memes) September 20, 2022
প্রাক্তন তারকাদের মজার মধ্যেই নেটিজেনরাও হেসে খুন হয়ে যান। এক নেটিজেন বলেন, 'ক্যামেরন গ্রিন পরপর দুটি বাউন্ডারির পর কোহলির প্রতিক্রিয়াটা সেরা ছিল।' কেউ কেউ আবার বলতে থাকেন, ‘এটার অর্থই কি গো গ্রিন? কোহলির চোখও সবুজ হয়ে গিয়েছে।’
— Sameer Allana (@HitmanCricket) September 20, 2022
শুধু বোলিং নয়, ম্যাচের গুরুত্বপূর্ণ সময় দুটি ক্যাচ ফেলে দেয় ভারতের ফিল্ডাররা। ডেভিড ওয়ার্নারের (David Warner) অনুপস্থিতিতে ওপেন করতে নামা ক্য়ামেরন গ্রিন ৩০ বলে ৬১ রান করেন। ওয়েড শেষের দিকে ২১ বলে অপরাজিত ৪৫ রানের বিধ্বংসী খেলেন। এই দুই ব্যাটারের সুবাদেই চার বল বাকি থাকতে চার উইকেটে ম্যাচ জিতে নেয় অস্ট্রেলিয়া। ভারতীয় বোলারদের মধ্যে অক্ষর প্যাটেল (Axar Patel) ছাড়া আর কেউ দাগ কাটতে পারেননি। তিনি ১৭ রানে ৩ উইকেট নিয়েছেন। উমেশ নিয়েছেন ২৭ রানে ২ উইকেট। তবে অনেক রান বিলিয়েছেন। ফিল্ডারদের জন্য চাপ বাড়ে ভারতের। ব্যক্তিগত ১৯ বলে ৪২ রানে থাকার মাথায় ক্যামেরন গ্রিনের ক্যাচ ফেললেন অক্ষর। হতভাগ্য বোলারের নাম হার্দিক। পরের ওভারে অক্ষরের বলে স্টিভ স্মিথের (তখন ১৪ বলে ১৯ রান) ক্যাচ ফেলেন কেএল রাহুল। এই সুযোগ নষ্টের খেসারত দিতে হল টিম ইন্ডিয়াকে। ১৯.২ ওভারে জয়ের লক্ষ্যে পৌঁছে যায় অস্ট্রেলিয়া। চার বল বাকি থাকতেই চার উইকেটে ম্যাচ জেতে অ্যারন ফিঞ্চের দল।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)