কিং কোহলির সঙ্গে কিংবদন্তি ভিভের তুলনা টানলেন প্রাক্তন ভারত অধিনায়ক

ভিভ রিচার্ডসও যখন ক্রিজে থাকতেন তখন তাঁকে থামিয়ে রাখা খুবই কঠিন কাজ ছিল।

Edited By: সুখেন্দু সরকার | Updated By: Jun 24, 2020, 01:07 PM IST
কিং কোহলির সঙ্গে কিংবদন্তি ভিভের তুলনা টানলেন প্রাক্তন ভারত অধিনায়ক
ছবি: সংগৃহীত

নিজস্ব প্রতিবেদন:  স্টিভ স্মিথ বনাম বিরাট কোহলি লড়াই ছেড়ে এবার কিং কোহলির সঙ্গে ক্যারাবিয়ান কিংবদন্তি ভিভ রিচার্ডসের মিল খুঁজে পেলেন প্রাক্তন ভারত অধিনায়ক সুনীল গাভাসকর। দুই জনের ব্যাটিংয়ে অসম্ভব মিল খুঁজে পেয়েছেন প্রাক্তন ভারতীয় ওপেনার।

সুনীল গাভাসকরের মতে, " বিরাট কোহলির সাবলীল ব্যাটিং এবং শট নির্বাচন তাঁকে বিশ্বের অন্যতম সেরা ব্যাটসম্যান হিসেবে প্রতিষ্ঠিত করেছে। ভিভ রিচার্ডসও যখন ক্রিজে থাকতেন তখন তাঁকে থামিয়ে রাখা খুবই কঠিন কাজ ছিল। সেই রকমই, আজ যদি তুমি বিরাট কোহলির ব্যাটিং দেখ, তাহলে দেখতে পাবে একই লাইনে একটা বল টপ হ্যান্ডে একস্ট্রা কভার এরিয়া দিয়ে বাউন্ডারি মারবে আর বটম হ্যান্ডে খেললে মিড অন কিংবা মিড উইকেট রিজিয়নে চার মারবে। আর সেই কারণেই বিরাট কোহলি এক নম্বর ব্যাটসম্যান এবং সে ব্যাট করে একদম ভিভ রিচার্ডসের মতো। আগে গুন্ডাপ্পা বিশ্বনাথ, ভিভিএস লক্ষ্মণ এইভাবে ব্যাটিং করত।"

আরও পড়ুন -টি-টোয়েন্টি লিগে খেলার ব্যাপারে বড়সড় সিদ্ধান্ত নিলেন 'ইউনিভার্স বস

 

.