ভিডিয়ো: গান বাজতে মাঠেই ক্রিস গেইলের সঙ্গে নাচ কোহলির, মাঠজুড়ে বিরাট-শো

ওয়েস্ট ইন্ডিজ সফরে টিটোয়েন্টি সিরিজে পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে বিরাটবাহিনী।

Updated By: Aug 9, 2019, 11:11 PM IST
ভিডিয়ো: গান বাজতে মাঠেই ক্রিস গেইলের সঙ্গে নাচ কোহলির, মাঠজুড়ে বিরাট-শো

নিজস্ব প্রতিবেদন: পশ্চিম ভারতীয় দ্বীপপুঞ্জ মানেই বাঁধনছাড়া জীবনযাপন। আর ওয়েস্ট ইন্ডিজ সফরে গিয়ে ক্যালিপসোর তালের পা না মেলালে মহা পাপ! বৃষ্টির জেরে ভেস্তে গিয়েছে ভারত-ওয়েস্ট ইন্ডিজ একদিনের সিরিজের প্রথম ম্যাচ। তবে ম্যাচে প্রাপ্তি বিরাটের স্বতঃস্ফূর্ত নাচ। 

গায়ানার প্রভিডেন্স স্টেডিয়ামে তখন বাজছে স্থানীয় গান। আর সেই গান শুনে আর স্থির থাকতে পারলেন না ভারত অধিনায়ক। বিপক্ষের উদ্বোধনী ব্যাটসম্যান বিরাট কোহলির সঙ্গেই জুড়ে দিলেন নাচ। অট্টহাস্যে ভারত অধিনায়কের সঙ্গে পা মেলালেন ক্রিস গেইল। বোঝাই যাচ্ছে না, দুটো দল মাঠে লড়াইয়ে নেমেছে। আইপিএলে রয়্যাল চ্যালেঞ্জার্স বেঙ্গালুরুতে একসঙ্গে খেলেছেন বিরাট ও ক্রিস। দুজনের মধ্যে জমাটি বন্ধুত্বও। জার্সি বদল হলেও বন্ধুত্বে ছেদ পড়েনি। 

শুধু ক্রিসের সঙ্গে বিরাট নেচেছেন, এমনটা নয়। খেলার মাঝে বহুবার নাচতে দেখা গিয়েছে তাঁকে। বাকিদের যখন ক্লান্তি গ্রাস করেছেন, তখনও চনমনে বিরাট কোহলি। 

ওয়েস্ট ইন্ডিজ সফরে টিটোয়েন্টি সিরিজে পরপর তিনটি ম্যাচ জিতে সিরিজ পকেটে পুরেছে বিরাটবাহিনী। বৃহস্পতিবার একদিনের সিরিজের প্রথম ম্যাচ বৃষ্টির জেরে থেকে গিয়েছে নিষ্ফলা। 

আরও পড়ুন- ইমরান কী চান আমরা ঘাস খেয়ে থাকি? ভারতের সঙ্গে বাণিজ্য রদে প্রশ্ন পাকিস্তানিদের

.