Virat Kohli: 'শূন্য' হাতে ফিরে রেকর্ডবুকে নাম তুললেন বিরাট কোহলি!

কপিল-দ্রাবিড়কে টপকে শেহওয়াগ-রায়নাদের স্পর্শ করলেন কোহলি।

Updated By: Jan 21, 2022, 04:02 PM IST
Virat Kohli: 'শূন্য' হাতে ফিরে রেকর্ডবুকে নাম তুললেন বিরাট কোহলি!
এই নিয়ে ১৪ বার শূন্য রানে ফিরলেন কোহলি!

নিজস্ব প্রতিবেদন: অধিনায়কত্বের 'বোঝা' তাঁর কাঁধ থেকে সরে গেলেই, ফের ব্যাট হাতে বাইশ গজে গর্জে উঠবেন বিরাট 'দ্য কিং' কোহলি (Virat Kohli)। এমনটাই বলেছিলেন বহু ক্রিকেট পণ্ডিতরা। তাঁরা এও জানিয়ে ছিলেন যে, কোহলি এবার ব্যাটিংয়ে ফোকাস করতে পারবেন। কোহলির সুদিন কবে আসবে তার উত্তর সম্ভবত ক্রিকেট বিধাতাই দিতে পারবেন! তবে ভারতের সদ্যপ্রাক্তন ক্যাপ্টেন ও বিশ্ববন্দিত ব্যাটার এখন শুধু অতীতের ছায়া হয়েই বিরাজ করছেন।

শুক্রবার পার্লের বোল্যান্ড পার্কে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে যেভাবে কোহলি উইকেটটি ছুড়ে দিয়ে আসলেন, তা দেখে বিশ্বাস করতে কষ্ট হয় যে, তিনি ব্যাটিং মায়েস্ত্রো! মাত্র পাঁচ বল খেলে শূন্য রানে ফিরে এলেন কোহলি। বাঁ-হাতি স্পিনার কেশব মহারাজের সাদামাটা ডেলিভারি কভারে তুলে খেললেন কোহলি, একেবারে লোপ্পা ক্যাচ তুলে দিলেন প্রোটিয়া ক্যাপ্টেন টেম্বা বাভুমার হাতে। বাভুমাকে বিন্দুমাত্র কষ্টও করতে হল না। জায়গা দাঁড়িয়েই ক্যাচটি পেয়ে গেলেন হাতে।

আরও পড়ুন: India's full schedule at T20 World Cup 2022: কুড়ি-কুড়ির বিশ্বযুদ্ধে ভারতের সম্পূর্ণ সূচি

'ডু-অর-ডাই' ম্যাচে কোহলি নামক মহাতারকার এহেন অপরিণত ব্যাটিং একেবারেই অপ্রত্যাশিত। এই নিয়ে ৫০ ওভারের ক্রিকেটে কোহলি ১৪ বার শূন্য করে ফিরলেন। ক্রিকেটীয় পরিভাষায় 'ডাক'। পরিসংখ্যান বলতে এই নিয়ে ৬৪ ইনিংসে কোহলির ব্যাট থেকে কোনও তিন অঙ্কের রান এল না। আর এই সময়ে তিনি এক-আধবার নয়, সাতবার ডাক হলেন!

ভারতীয়দের মধ্যে ওয়ানডে ক্রিকেটে সর্বোচ্চ ডাক হওয়ার নজির আছে যাদের

সচিন তেন্ডুলকর (Sachin Tendulkar) - ২০ বার ডাক
জাভাগল শ্রীনাথ (Javagal Srinath) - ১৯ বার ডাক
অনিল কুম্বলে (Anil Kumble) - ১৮ বার ডাক
যুবরাজ সিং (Yuvraj Singh) - ১৮ বার ডাক
হরভজন সিং (Harbhajan Singh)- ১৭ বার ডাক
সৌরভ গঙ্গোপাধ্য়ায় (Sourav Ganguly) - ১৬ বার ডাক
জাহির খান (Zaheer Khan) - ১৪ বার ডাক
বিরাট কোহলি (Virat Kohli) - ১৪ বার ডাক
সুরেশ রায়না (Suresh Raina) - ১৪ বার ডাক
বীরেন্দ্র শেহওয়াগ (Virender Sehwag)- ১৪ বার ডাক
রাহুল দ্রাবিড় (Rahul Dravid) - ১৩ বার ডাক
কপিল দেব (Kapil Dev) - ১৩ বার ডাক

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.