Virat Kohli: প্রতি ইনস্টা পোস্ট থেকে উপার্জন; রোনাল্ডো নেন ২৬ কোটি! কোহলির দরটা কি জানেন?

Virat Kohli Named Instagrams Top Earner From India: ইনস্টাগ্রাম থেকে কোহলি যে উপার্জন করেন, তা ভারতের আর কেউ করে না। ক্রিশ্চিয়ানো রোনাল্ডো প্রতি পোস্টের জন্য় ২৬ কোটি নিয়ে থাকেন! কোহলিরটা জানুন একবার।

Updated By: Aug 11, 2023, 05:55 PM IST
Virat Kohli: প্রতি ইনস্টা পোস্ট থেকে উপার্জন; রোনাল্ডো নেন ২৬ কোটি! কোহলির দরটা কি জানেন?
কোহলির উপার্জন মাথা ঘুরিয়ে দেবে

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: সচিন তেন্ডুলকরের (Sachin Tendulkar) পর ভারতীয় ক্রিকেটের সবচেয়ে বড় ব্যাটিং সুপারস্টারের নাম বিরাট কোহলি (Virat Kohli)। বিরাট নিজেকে নিয়ে গিয়েছেন গগনচুম্বী উচ্চতায়। সর্বকালের অন্যতম সেরা ব্যাটার হিসেবে প্রতিষ্ঠিত করেছেন তিনি। জনপ্রিয়তার নিরিখে বিশ্বের প্রথমসারির অ্যাথলিটদের মধ্যে বাইশ গজের 'কিং'। সোশ্যাল মিডিয়ায় ২৫৬ মিলিয়ন মানুষ ফলো করেন কোহলিকে। সব মিলিয়ে কোহলির মোট সম্পত্তির পরিমাণ ১ হাজার ৫০ কোটি টাকা। কোনও আন্তর্জাতিক ক্রিকেটার এত টাকা উপার্জন করেন না। সম্প্রতি এক সোশ্যাল মিডিয়া মার্কেটিং সলিউশন কোম্পানি হুপার এইচকিউ (Hopper HQ) এক রিপোর্ট পেশ করেছে, সেখানে বলা হচ্ছে যে, ইনস্টাগ্রামে প্রতি পোস্টের জন্য কোহলি যে টাকা নিয়ে থাকেন, তা মাথা ঘুরিয়ে দেওয়ার মতো। ভারতীয়দের মধ্যে কোহলিই সবচেয়ে বেশি চার্জ করেন! কিংবদন্তি ফুটবলার ক্রিশ্চিয়ানো রোনাল্ডোর (Cristiano Ronaldo) ইনস্টাগ্রাম ফলোয়ার্স সংখ্যা ৫৯৯ মিলিয়ন। এই গ্রহের আর কোনও মানুষের এত ফলোয়ার্স নেই।

আরও পড়ুন: Shakib Al Hasan | ICC ODI World Cup 2023: আস্থা সেই সাকিবেই! দুই কাপযুদ্ধেই তিনি নেতা, বড় ঘোষণা বাংলাদেশের


 

রোনাল্ডো ইনস্টা পোস্ট পিছু নেন ২৬.৭৫ কোটি টাকা। দুয়ে লিয়োনেল মেসি। তিনি নেন ২১.৪৯ কোটি টাকা। ইনস্টায় প্রতি স্পনসর্ড পোস্টের জন্য কোহলি নেন ১১.৪৫ কোটি টাকা! সারা বিশ্বের তাবড় সেলেবদের বিচারে তিনি আছেন প্রথম কুড়িতে। ইনস্টা থেকে উপার্জনকারী ব্যক্তিদের তালিকায় কোহলি আছেন ১৪ নম্বরে। কোহলি ভারতীয় ক্রিকেট বোর্ডের 'এ প্লাস' ক্যাটেগরির ক্রিকেটার। রোহিত শর্মা, জসপ্রীত বুমরা ও রবীন্দ্র জাদেজার সঙ্গেই কোহলি বার্ষিক ৭ কোটি টাকা উপার্জন করেন বিসিসিআই থেকে। টেস্টপিছু কোহলি ম্যাচ-ফি পান ১৫ লক্ষ টাকা। পঞ্চাশ ওভারের ক্রিকেটে সেই অঙ্কটা ৬ লক্ষ টাকা ও দেশের জার্সিতে টি-২০ ম্যাচ খেলে তিনি পান ৩ লক্ষ টাকা। 

রয়্যাল চ্যালেঞ্জার্স ব্যাঙ্গালোরের আইকন তিনি। আইপিএলের ১৪ ম্যাচের জন্য তাঁর আরসিবি-র সঙ্গে চুক্তি ১৫ কোটি টাকার। ব্ল্যু ট্রাইব, ইউনিভার্সাল স্পোর্টসবিজ, এমপিএল ও স্পোর্টস কনভোর মতো সাতটি স্টার্ট-আপ ব্র্যান্ডকে এনডোর্স করেন কোহলি। তাঁর মোট ব্র্যান্ড এনডোর্সমেন্টের সংখ্যা ১৮টি। প্রতিটি বিজ্ঞাপন শ্যুট করার জন্য বার্ষিক সাড়ে সাত থেকে দশ কোটি টাকা নিয়ে থাকেন তিনি। বলিউড ও স্পোর্টস ইন্ডাস্ট্রি মিলিয়ে এত টাকা আর কোনও সেলেব চার্জ করেন না। ব্র্যান্ড এনডোর্স করেই কোহলির পকেটে ঢোকে ১৭৫ কোটি টাকা। কোহলির মুম্বই (৩৪ কোটি টাকা) ও গুরুগ্রামে (৮০ কোটি টাকা) দু'টি প্রাসাদোপম বাড়ি রয়েছে। ৩১ কোটি টাকার গাড়িই আছে তাঁর। এসব বাদ দিলেও কোহলি আরও কিছু গল্প রয়েছে। তিনি এফসি গোয়া ফুটবল ক্লাবের অন্যতম মালিক। টেনিস টিম ও প্রো-রেস্টলিং টিমও আছে কোহলির। কোহলি রেস্তোরাঁ ব্যাবসাও চালিয়ে যাচ্ছেন।

আরও পড়ুন: Kolkata Derby: রাত পোহালেই মরসুমের প্রথম ডার্বি, মহারণের আগে কী ভাবছেন কুয়াদ্রাত-ফেরান্দো?

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App) 

.