পুলওয়ামা হামলায় শোকস্তব্ধ, দেশের দুঃসময়ে নজিরবিহীন সিদ্ধান্ত বিরাট কোহলির
প্রথম বছরেই বেশ সাড়া ফেলেছিল বিরাট কোহলি ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠান।
নিজস্ব প্রতিনিধি : শোকে পাথর হয়েছে দেশ। কাশ্মীরের পুলওয়ামায় সিআরপিএফ কনভয়ে জঙ্গিহানা নাড়িয়ে দিয়েছে দেশবাসীকে। দেশের এমন দুঃসময়ে তিনি কী করে পুরস্কার নিতেন! এই মুহূর্তে দেশের যা অবস্থা তাতে কোনওরকম অনুষ্ঠানের আয়োজনেই সায় নেই বিরাট কোহলির। তাই নজিরবিহীন সিদ্ধান্ত নিলেন ভারতীয় অধিনায়ক। পুলওয়ামা হামলার পরই তিনি গভীর শোকপ্রকাশ করেছিলেন। এবার শহীদদের শোকস্তব্ধ পরিবারের কথা ভেবে ইন্ডিয়ান স্পোর্টস অনার্স পুরস্কার বিতরণী অনুষ্ঠান পিছিয়ে দিলেন কোহলি।
আরও পড়ুন- পুলওয়ামায় জঙ্গি হামলা : শ্রীনগর থেকে আই লিগের ম্যাচ সরানোর আবেদন ইস্টবেঙ্গল, মিনার্ভার
বিরাট কোহলি ফাউন্ডেশন-এর তরফে এই অনুষ্ঠান আয়োজন করা হয়। সেখানে দেশের ক্রীড়ামহলের বর্ষসেরা ক্রীড়াবিদদের সম্মানিত করা হয়। গত বছর থেকে এই অনুষ্ঠান আয়োজন করা শুরু করেছেন কোহলি। ভারতীয় ক্রীড়াক্ষেত্রে উঠতি তারকাদেরও এই অনুষ্ঠানে পুরস্কৃত করা হয়। প্রথম বছরেই বেশ সাড়া ফেলেছিল বিরাট কোহলি ফাউন্ডেশনের আয়োজিত এই অনুষ্ঠান। নতুন তারকাদের অনুপ্রেরণা জোগাতে এই অনুষ্ঠানের কার্যকরী ভূমিকা নিয়েছিল বলে মত অনেকের। তাই এই বছরও আজ, ১৬ ফেব্রুয়ারি এই অনুষ্ঠান আয়োজিত হওয়ার কথা ছিল। কিন্তু এই মুহূর্তে দেশের পরিস্থিতির কথা বিচার করে বিরাট অনুষ্ঠান পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছেন।
আরও পড়ুন- জওয়ানদের হাতে মার খেয়েই জঙ্গি দলে যোগ দেওয়া সিদ্ধান্ত নিয়ে ফেলে আদিল!
The RP-SG Indian Sports Honours has been postponed. At this heavy moment of loss that we all find ourselves in, we would like to cancel this event that was scheduled to take place tomorrow.
— Virat Kohli (@imVkohli) February 15, 2019
এদিন টুইট করে বিরাট জানান, দেশের কাছে এটা দুঃসময়। এমন অপুরণীয় ক্ষতির মুহূর্তে আমরা এই ইভেন্ট পিছিয়ে দেওয়ার সিদ্ধান্ত নিয়েছি। এই অনুষ্ঠানে ক্রীড়াক্ষেত্রের তারকাদের সঙ্গে উপস্থিত থাকার কথা ছিল বলিউডের অনেকের। বিরাট কোহলি ফাউন্ডেশনের পক্ষ থেকে সবাইকে অনুষ্ঠান বাতিলের কথা জানিয়ে দেওয়া হয়েছে।