Virat Kohli : জিমে ঘাম ঝরিয়ে এশিয়া কাপের আগে 'বিরাট' বার্তা দিলেন কোহলি

Virat Kohli : পঞ্চদশ আইপিএল ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজেও রানের মুখ দেখেননি বিরাট। এরপর থেকে বিশ্রামে ছিলেন তিনি। অনেকেই মনে করছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁকে দলে রাখা হবে। যদিও এশিয়া কাপের দলে তাঁকে রাখা হয়েছে। ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তবে ভারত অভিযান শুরু করবে ২৮ অগস্ট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল। 

Updated By: Aug 17, 2022, 06:48 PM IST
Virat Kohli : জিমে ঘাম ঝরিয়ে এশিয়া কাপের আগে 'বিরাট' বার্তা দিলেন কোহলি
জিমে ঘাম ঝরাচ্ছেন বিরাট কোহলি। ছবি: টুইটার

জি ২৪ ঘন্টা ব্যুরো রিপোর্ট: বিরাট কোহলি ( Virat Kohli) কি আগুনে ফর্মে ফিরবেন? এশিয়া কাপের (Asia Cup 2022) মতো মেগা প্রতিযোগিতায় আগ্রাসী 'কিং কোহলি'-কে কি দেখা যাবে? এটাই এখন লাখ টাকার প্রশ্ন। এমন প্রেক্ষাপটে সোশ্যাল মিডিয়াতে বড় বার্তা দিলেন টিম ইন্ডিয়ার (Team India) প্রাক্তন অধিনায়ক। জিমে অনেকটা সময় ঘাম ঝরালেন তিনি। সেই ভিডিয়ো এই মুহূর্তে ভাইরাল। 

তিন বছর হয়ে গেল টেস্ট ও একদিনের ফরম্যাটে তাঁর ব্যাট থেকে তিন অঙ্কের রান আসেনি। এমনকি টি-টোয়েন্টিতেও ইদানীং ভাল পারফরম্যান্স করতে পারছেন না। বিরাটের ফর্ম ও স্ট্রাইক রেট একেবারেই 'কিং কোহলি'-র মতো নয়। চলতি বছর এখনও পর্যন্ত টিম ইন্ডিয়ার প্রাক্তন অধিনায়ক মাত্র চারটি ম্যাচ খেলেছেন। মোট রান মাত্র ৮১। স্ট্রাইক রেট ১২৮.৫৭। স্বভাবতই ছন্দহীন বিরাটের আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপের দলে থাকা নিয়েই উঠে গিয়েছে প্রশ্ন। 

আরও পড়ুন: Mamata Banerjee at East Bengal: উদ্বাস্তু মানুষের লড়াইকে কুর্নিশ, লাল-হলুদকেও ৫০ লাখ দিলেন মমতা

আরও পড়ুন: Rohit Sharma : কোন বিশেষ কারণে ট্রোলড হলেন 'হিটম্যান'? জেনে নিন

 

 
 
 
 

 
 
 
 
 
 
 
 
 
 
 

A post shared by Virat Kohli (@virat.kohli)

পঞ্চদশ আইপিএল ছাড়া ইংল্যান্ডের বিরুদ্ধে গত সিরিজেও রানের মুখ দেখেননি বিরাট। এরপর থেকে বিশ্রামে ছিলেন তিনি। অনেকেই মনে করছিল জিম্বাবোয়ের বিরুদ্ধে তিন ম্যাচের একদিনের সিরিজে তাঁকে দলে রাখা হবে। যদিও এশিয়া কাপের দলে তাঁকে রাখা হয়েছে। ২৭ অগস্ট থেকে শুরু হবে এশিয়া কাপ। তবে ভারত অভিযান শুরু করবে ২৮ অগস্ট। চিরপ্রতিদ্বন্দ্বী পাকিস্তানের বিরুদ্ধে মাঠে নামবে রোহিত শর্মার দল। 

এশিয়া কাপের জন্য ভারতের স্কোয়াড : রোহিত শর্মা (অধিনায়ক), কেএল রাহুল (সহ অধিনায়ক), বিরাট কোহলি, সূর্যকুমার যাদব, ঋষভ পন্থ (উইকেটকিপার), দীপক হুডা, দীনেশ কার্তিক (উইকেটকিপার), হার্দিক পান্ডিয়া, রবীন্দ্র জাদেজা, রবিচন্দ্রন অশ্বিন, রবি বিষ্ণোই, যুজবেন্দ্র চাহাল, ভুবনেশ্বর কুমার, অর্শদীপ সিং, আবেশ খান। 

স্ট্যান্ড বাই : অক্ষর প্যাটেল, দীপক চাহার, শ্রেয়স আইয়ার। 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

 

.