বিরাট কোহলি সেরা নেতা, কিন্তু কৌশলী অধিনায়ক নন মত শেন ওয়ার্নের

শেন ওয়ার্নের মতে, ক্যাপ্টেন্সি, ট্যাকটিস এবং লিডার অব দ্য টিম - প্রত্যেকের মধ্যে পার্থক্য রয়েছে।

Updated By: Feb 11, 2019, 11:01 AM IST
বিরাট কোহলি সেরা নেতা, কিন্তু কৌশলী অধিনায়ক নন মত শেন ওয়ার্নের

নিজস্ব প্রতিবেদন : আন্তর্জাতিক ক্রিকেটে কৌশলের দিক থেকে বিচার করলে শেন ওয়ার্নের মতে সেরা অধিনায়ক কে? ভারত অধিনায়ক বিরাট কোহলির প্রশংসা করলেও ক্যাপ্টেন কোহলিকে কৌশলী অধিনায়ক বলতে নারাজ অজি কিংবদন্তি। এক সর্বভারতীয় টিভি চ্যানেলে সাক্ষাত্কারে ওয়ার্ন জানান, বিরাট দলের সেরা নেতা হতে পারেন, কিন্তু কৌশলের বিচারে সেরা নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন এবং অস্ট্রেলিয়ার টিম পেইন।

আরও পড়ুন - ২০১৯ আইপিএলে নতুন চমক! গোলাপি জার্সিতে খেলবে রাজস্থান

শেন ওয়ার্নের মতে, ক্যাপ্টেন্সি, ট্যাকটিস এবং লিডার অব দ্য টিম - প্রত্যেকের মধ্যে পার্থক্য রয়েছে। এই বিচারে বিরাট কোহলিকে দলের সেরা নেতা হিসেবেই বেছে নিযেছেন ওয়ার্ন। অজি কিংবদন্তি জানান, "এই মুহূর্তে ও(পড়ুন বিরাট কোহলি) বেস্ট লিডার অব দ্য টিম।ক্যাপ্টেন্সি, ট্যাকটিস আর লিডার অব দ্য টিম -এদের মধ্যে পার্থক্য রয়েছে। আমি বিরাট কোহলির বড় ভক্ত। ও বড় ক্রিকেটার।সে দলকেও ভালোভাবে নেতৃত্ব দেয়। কৌশলের দিক থেকে ওকে আলাদা করা খুব কঠিন। আমার মনে হয় টিম পেইন আর নিউ জিল্যান্ডের কেন উইলিয়ামসন দুজনেই কৌশলগত ভাবে বেশ ভাল। সুতরাং সেরা অধিনায়ক কে এটা বলা খুব কঠিন। তবে এই মুহূর্তে নিঃসন্দেহে বেস্ট লিডার অব মেন বিরাট কোহলিই।"

.