নিজের সাফল্যের জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি

ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সেরা মেনেও একদিনের সিরিজে নিজেদের বোলিং স্ট্র্যাটেজি ক্লিক করেনি বলে জানালেন বিরাট কোহলি। পাশাপাশি জয়ের সুযোগ দল কাজে লাগাতে না পারার জন্যই এই ভরাডুবি। তা স্বীকার করে নিয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুই সফরে ব্যাটিংয়ে নিজের সাফল্যের জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।

Updated By: Jan 22, 2016, 11:34 PM IST
নিজের সাফল্যের জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি

ওয়েব ডেস্ক: ঘরের মাঠে অস্ট্রেলিয়াকে সেরা মেনেও একদিনের সিরিজে নিজেদের বোলিং স্ট্র্যাটেজি ক্লিক করেনি বলে জানালেন বিরাট কোহলি। পাশাপাশি জয়ের সুযোগ দল কাজে লাগাতে না পারার জন্যই এই ভরাডুবি। তা স্বীকার করে নিয়েছেন বিরাট। অস্ট্রেলিয়ার মাটিতে পরপর দুই সফরে ব্যাটিংয়ে নিজের সাফল্যের জন্য টিম ডিরেক্টর রবি শাস্ত্রীকে কৃতিত্ব দিচ্ছেন কোহলি।
সিডনিতে ভারতের লড়াইটা কঠিন হলেও কোহলি জানান তার দলের মনোবল মোটেও তলানিতে নেমে যায়নি। সম্মান নিয়েই তারা সিরিজ শেষ করতে চান। তবে জুনিয়রদেরও এই চ্যালেঞ্জ নিতে হবে। কোহলি বলেন দলের তরুণ ক্রিকেটাররা যত তাড়াতাড়ি এধরনের ম্যাচের চাপ নিতে পারবে ততটাই লাভবান হবে ভারতীয় দল।

.