Rohit Sharma, IPL 2022: নেটে ঝড় তুলছেন রোহিত! মুম্বইয়ের হয়ে শুরু অনুশীলন
মুম্বই ইন্ডিয়ান্সের হয়ে (Mumbai Indians) রোহিত শর্মা (Rohit Sharma) শুরু করে দিলেন অনুশীলন।
নিজস্ব প্রতিবেদন: রোহিত শর্মার (Rohit Sharma) নেতৃত্বে মুম্বই ইন্ডিয়ান্স (Mumbai Indians) আইপিএল (IPL 2022) অভিযান শুরু করবে দিল্লি ক্যাপিটালসের (Delhi Capitals) বিরুদ্ধে। আগামী ২৭ মার্চ ঘরের মাঠ ওয়াংখেড়ে স্টেডিয়ামে (Wankhede Stadium) মুম্বই-দিল্লি (MIvsDC) মুখোমুখি।
শনিবার আইপিএলের প্রস্তুতি শুরু করে দিলেন 'হিটম্য়ান'! নেটে ঝড় তুলছেন রোহিত। সেই ভিডিও পোস্ট করল পাঁচবারের ও সর্বোচ্চবারের আইপিএল চ্যাম্পিয়ন দল। রোহিতের সঙ্গে ব্যাট হাতে নিজেকে ঝালিয়ে নিলেন দলের তরুণ তুর্কী ব্যাটার ঈশান কিশান (Ishan Kishan)।
(@mipaltan) March 19, 2022
বেঙ্গালুরুতে শ্রীলঙ্কার বিরুদ্ধে গোলাপি বলের দিন-রাতের টেস্ট (IND vs SL Pink Ball Test) ও দুই ম্যাচের সিরিজ জিতেছে ভারত। দেশের হয়ে জাতীয় কর্তব্য শেষ করেই রোহিত চলে এসেছিলেন মুম্বইতে। তিন দিনের নিভৃতবাস কাটিয়ে সোজা নেমে পড়েন অনুশীলনে। মুম্বই এদিনই প্রথম অনুশীলন করল।
(@mipaltan) March 19, 2022
(@mipaltan) March 19, 2022
(@mipaltan) March 19, 2022
(@mipaltan) March 19, 2022
ঈশানকে রিটেন করেনি মুম্বই। কিন্তু আইপিএলের মেগা নিলামে তাঁকে নিয়ে দীর্ঘ লড়াই চলে মুম্বই ইন্ডিয়ান্স, গুজরাত টাইটানস, পঞ্জাব কিংস, সানরাইজার্স হায়দরাবাদের মধ্যে। কিন্তু ঘরের ছেলেকে ঘরে ফেরাতে শেষ পর্যন্ত মুম্বই খরচ করে ১৫ কোটি ২৫ লক্ষ টাকা। ২ কোটি টাকার বেস প্রাইসে ছিলেন ঈশান। তারপর সেই অঙ্ক ১৫ কোটি ছাড়িয়ে যায়। যুবরাজ সিং-এর পর দ্বিতীয় ভারতীয় প্লেয়ার হিসেবে নিলামে এত বেশি দাম পেয়েছেন তিনি।
আরও পড়ুন: Rohit Sharma: রোহিত শর্মার সবচেয়ে বড় গুণ কী? জানালেন সতীর্থ শিখর ধাওয়ান
আরও পড়ুন: Rohit Sharma: বিরাট মাইলস্টোনের সামনে 'হিটম্যান'! প্রয়োজন ১০৫ রান
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)