WATCH: পুরস্কারে পাওয়া শ্যাম্পেনের বোতল শাস্ত্রীকে উপহার পন্থের! মুহূর্তে ভিডিও ভাইরাল

ম্যাঞ্চেস্টারে সুপারসানডে-র রঙ একাই বদলে দিয়েছিলেন রুরকির বছর চব্বিশের উইকেটকিপার-ব্যাটার। 

Updated By: Jul 18, 2022, 01:43 PM IST
WATCH: পুরস্কারে পাওয়া শ্যাম্পেনের বোতল শাস্ত্রীকে উপহার পন্থের! মুহূর্তে ভিডিও ভাইরাল
পন্থ-শাস্ত্রীর ফের যুগলবন্দি

জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ম্যাঞ্চেস্টারের ওল্ড ট্র্যাফোর্ড ক্রিকেট স্টেডিয়াম দেখল অন্য দৃশ্য। ভারতের হয়ে সিরিজ জেতানো সেঞ্চুরি হাঁকিয়ে ম্যাচের সেরা হন ঋষভ পন্থ (Rishabh Pant)। পুরস্কারে তিনি শ্যাম্পেনের বোতল পেয়েছিলেন। সেই বোতল তিনি উপহার দেন প্রাক্তন কোচ রবি শাস্ত্রীকে (Ravi Shastri)। 

সেই ভিডিও মুহূর্তে ভাইরাল হয়ে যায় নেটদুনিয়ায়। পন্থের সঙ্গে শাস্ত্রীর সম্পর্ক বরাবরই ভাল। ম্যাচের পর তাঁদের হাসিঠাট্টা-খুনসুটির মুহূর্ত আরও এরবার সেই কথাই বলে দিল। ভারত-ইংল্যান্ড সিরিজে শাস্ত্রীকে পাওয়া গিয়েছিল স্কাই স্পোর্টসের ধারাভাষ্যকার হিসাবে।

ম্যাঞ্চেস্টারে সুপারসানডে-র রঙ একাই বদলে দিয়েছিলেন রুরকির বছর চব্বিশের উইকেটকিপার-ব্যাটার। টেস্টে পাঁচটি সেঞ্চুরির স্বাদ পাওয়া পন্থ এদিন কেরিয়ারের প্রথম একদিনের আন্তর্জাতিক শতরান করেন। বিশেষ মাইলস্টোন স্মরণীয় করে রাখেন ভারতকে সিরিজ জিতিয়ে। পন্থ আবারও বুঝিয়ে দিলেন যে, কেন তিনি ভারতীয় দলে তিন ফরম্যাটে অপরিহার্য। বল লাল হোক বা সাদা! ঋষভ খেলেন ঋষভের খেলাই। 

ইংল্যান্ডের ২৫৯ রান তাড়া করতে নেমে ভারত ৭২ রানে চার উইকেট (রোহিত ১৭, শিখর ধাওয়ান ১, বিরাট কোহলি ১৭ ও সূর্যকুমার যাদব ১৬) হারিয়ে ফেলে। এখান থেকেই ভারতের ত্রাতা হয়ে উত্তীর্ণ হন পন্থ-পাণ্ডিয়া। তাঁদের যুগলবন্দিতে ১১৫ বলে ১৩৩ রান ওঠে স্কোরবোর্ডে। ৫৫ বলে ৭১ রানের ম্যাচ বাঁচানো ইনিংস খেলেন পাণ্ডিয়া। চারে নেমে পন্থ ১১৩ বলে ১২৫ রানের অপরাজিত ইনিংস খেলে ভারতকে জিতিয়ে মাঠ ছাড়েন। ১৬টি চার ও ২টি ছয় হাঁকান ভারতের তিন ফরম্যাটে এক নম্বর উইকেটকিপার-ব্যাটার। 

আরও পড়ুন: Sourav Ganguly: 'ইংল্যান্ডের মাটিতে সহজ নয়! সুপার পারফরম্যান্স', ইন্ডিয়ার ভূয়সী প্রশংসায় সৌরভ

আরও পড়ুন: Rishabh Pant: 'দল যখন চাপে থাকে তখন এমনই ব্যাট করতে হয়'!

আরও পড়ুনHardik Pandya: প্রথম ভারতীয় হিসাবে অনন্য নজির হার্দিক পাণ্ডিয়ার
 

(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)

.