Watch | Yuzvendra Chahal | IND vs SA: চাহাল বিচরণ করেন অন্য দুনিয়ায়! আম্পায়ারের সঙ্গে বিচিত্র আচরণে হয়ে গেলেন ভাইরাল
যুজবেন্দ্র চাহাল এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপের একটি ম্যাচেও খেলার সুযোগ পাননি। রবিচন্দ্রন অশ্বিনেই আস্থা টিম ম্যানেজমেন্টের। ভারত-দক্ষিণ আফ্রিকা ম্যাচে মাঠে জল নিয়ে এসেই লাইমলাইটে চলে এলেন চাহাল।
জি ২৪ ঘণ্টা ডিজিটাল ব্যুরো: ভারতীয় দলের স্টার লেগ-স্পিনার যুজবেন্দ্র চাহাল (Yuzvendra Chahal) এখনও পর্যন্ত টি-২০ বিশ্বকাপে (T20 World Cup 2022) খেলার সুযোগ পাননি। গত রবিবার পারথে ভারত-দক্ষিণ আফ্রিকা (IND vs SA, T20 World Cup 2022) ম্যাচে তিনি 'বল বয়' হয়ে মাঠে নেমেছিলেন কিছুক্ষণের জন্য। না খেলেও লাইমলাইট কেড়ে নিলেন তিনি। চাহাল ও তাঁর ট্রেডমার্ক খুনসুটি একেবারে হাত ধরাধরি করেই চলে। ৩২ বছরের হরিয়ানার স্পিনার এবার মাঠে নেমে আম্পায়ারের সঙ্গে ইয়ার্কি-ঠাট্টা করে এলেন খবরের শিরোনামে। ভারতের ইনিংসের তৃতীয় ওভারে রাহুল চোট পাওয়ায় মাঠে ফিজিও ছুটে এসেছিলেন। চাহালও জলের বোতল বগলদাবা করে তাঁর সঙ্গে এসেছিলেন। তখনই আম্পায়ার ল্যাংটন রুসেরের সঙ্গে মজা করবেন বলে ঠিক করে নেন তিনি। চাহাল প্রথমে হাঁটু দিয়ে আম্পায়ারকে মারার ভয় দেখান। তারপর তাঁকে আলতো করে ঘুসি মারেন। এসব মজা করেই মাঠ ছেড়ে বেরিয়ে গেলেন তিনি।
মেলবোর্নে পাকিস্তানের পর সিডনিতে নেদারল্যান্ডসকে হারিয়ে চলতি টি-২০ বিশ্বকাপে অশ্বমেধের ঘোড়ার মতো ছুটছিল টিম ইন্ডিয়া। ব্যাক-টু-ব্যাক জিতে পারথে দক্ষিণ আফ্রিকার বিরুদ্ধে তৃতীয় ম্যাচ খেলতে নেমেছিল ভারত। বিশ্বকাপ শুরুর দিন পনেরো আগেই ভারত চলে এসেছিল ক্যাঙারুর দেশে। এই পারথেই রাহুল দ্রাবিড়ের শিষ্যরা প্রস্তুতি সেরেছিল। এর নেপথ্যের কারণ ছিল অস্ট্রেলিয়ার উইকেটের সঙ্গে মানিয়ে নেওয়া। কিন্তু এই পারথেই দক্ষিণ আফ্রিকার আগুনে বোলিংয়ের সামনে ভারত গত রবিবার অসহায় আত্মসমর্পণ করল। সূর্যকুমার যাদব ছাড়া ভারতের কোনও ব্যাটারই এদিন ছাপ রাখতে পারেননি।
(Zee 24 Ghanta App দেশ, দুনিয়া, রাজ্য, কলকাতা, বিনোদন, খেলা, লাইফস্টাইল স্বাস্থ্য, প্রযুক্তির লেটেস্ট খবর পড়তে ডাউনলোড করুন Zee 24 Ghanta App)